January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 20th, 2023, 8:17 pm

চীনের হাতে ৫০০ পারমাণবিক ওয়ারহেড: যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক :

চীন গত এক বছরে পারমাণবিক অস্ত্রের মজুদ ব্যাপক বাড়িয়েছে। দেশটির হাতে এখন প্রায় ৫০০ অপারেশনাল ওয়ারহেড রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে চীন এক হাজার ওয়ারহেড তৈরির আশা করছে। তবে বেইজিংয়ের এই মজুদ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের চেয়ে কম। স্বাধীন স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর তথ্য অনুযায়ী, রাশিয়ার কাছে প্রায় ৫ হাজার ৮৮৯টি ওয়ারহেডে পারমাণবিক অস্ত্রাগার রয়েছে। আর যুক্তরাষ্ট্রের রয়েছে ৫ হাজার ২৪৪টি।

প্রতিবেদনে বলা হয়, চীন আগে হামলা না করার নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ। চীনের পারমাণবিক অস্ত্রভান্ডার সমৃদ্ধ করাসহ নানা ঘটনায় ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে টানাপোড়েন চলছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগেই ঘোষণা দিয়েছেন যে, ২০৪৯ সালের মধ্যে তার দেশ একটি বিশ্বমানের সামরিক বাহিনী তৈরি করতে চায়। ২০১২ সালে ক্ষমতায় আসার পর থেকেই তিনি দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিকীকায়নের চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, চীন সম্ভবত ২০২২ সালে ৩টি নতুন ক্লাস্টার মিসাইল সাইট নির্মাণ শেষ করেছে। এই ক্ষেত্রগুলোর মধ্যে অন্তত ৩০০টি নতুন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম) সাইলো থাকতে পারে।-বিবিসি