নিউজ ডেক্স :
চীনের সিনোফার্মের ৫ লাখ ডোজ করোনার টিকা উপহার হিসেবে আগামী বুধবার বাংলাদেশে পাঠাচ্ছে চীন। বাংলাদেশে পাঠানোর জন্য এরই মধ্যে টিকাগুলো প্রস্তুত করা হয়েছে।
সোমবার রাতে এক বার্তায় ঢাকায় চীনা দূতাবাস জানায়, সিনোফার্ম কোম্পানি উপহার পাঠানোর জন্য ৫ লাখ টিকার প্যাকেজিং করা শেষ করেছে। এ টিকাগুলো বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরের পথে যাত্রা করেছে। টিকাগুলো ফ্রিজিং ট্রাকে বহন করা হচ্ছে যাতে ঠান্ডা রাখা যায়।
ঢাকায় নিযুক্ত চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ানও তার ভেরিফায়েড ফেসবুকে জানান, বাংলাদেশে পাঠানোর জন্য চীনের টিকাগুলো প্রস্তুত। বর্তমানে টিকাগুলো বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে।
এদিকে সোমবার চীনা রাষ্ট্রদূত লি জিমিং জানান, বিশ্বস্বাস্থ্য সংস্থার অনুমোদন প্রাপ্ত সিনোফার্মের ৫ লাখ ডোজ করোনার টিকা বুধবার বাংলাদেশে পাঠাবে চীন।
আরও পড়ুন
সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত কমিটি
অগ্নিকান্ডে মিঠাপুকুরের নয়ন একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে দিশেহারা পরিবার
ডেঙ্গুতে এক দিনে মারা গেছেন আরও ৪ জন