January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 20th, 2021, 12:38 pm

চীনে ফ্লাইওভারের অংশ ধসে নিহত ৪, আহত ৮

অনলাইন ডেস্ক :

চীনের হুবেই প্রদেশে একটি ফ্লাইওভারের অংশ ধসে পড়ে চার জন নিহত ও আরও আট জন আহত হয়েছে। শনিবার এ ঘটনটি ঘটেছে বলে দেশটির সরকারি গণমাধ্যমগুলো জানিয়েছে। এতে ফ্লাইওভারের ওই অংশে থাকা তিনটি ট্রাক নিচে পড়ে যায় আর নিচে থাকা একটি গাড়ি চাপা পড়ে।

ফ্লাইওভারের অংশটি ধসে পড়ার পর ঘটনা তদন্তে সেখানে সেতু বিশেষজ্ঞদের পাঠায় চীনের পরিবহন মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি স্থানীয় পরিবহন বিভাগকে পরিস্থিতি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, ১৯৮ মেট্রিক টন ওজনের অতিরিক্ত পণ্য বোঝাই একটি ট্রাক ফ্লাইওভারটি থেকে পড়ে দুই টুকরা হয়ে গেছে, এটি আরও দু’টি ট্রাককে সঙ্গে নিয়ে নিচে পড়েছে। আরও তদন্ত চলছে।