January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 6th, 2022, 7:39 pm

চীনে ভবনধসে নিহত বেড়ে ৫৩

অনলাইন ডেস্ক :

মধ্য চীনে এক সপ্তাহ আগে হওয়া একটি ভবনধসের ঘটনায় এ পর্যন্ত ৫৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া এক সপ্তাহের অনুসন্ধানে এখন পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে , দুর্ঘটনাস্থলের অনুসন্ধান কাজ সমাপ্ত ঘোষণা করা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গত ২৯ এপ্রিল বিকালে চাংশা শহরের আবাসিক ও বাণিজ্যিক ভবনটি হঠাৎ করে ধসে পড়ে।

দেশটির ভবন তৈরির নীতিমালা উপেক্ষা ও অনন্য নিয়ম লঙ্ঘনের সন্দেহে অন্তত ৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছে- ভবনের মালিক, নকশা ও নির্মাণের দায়িত্বে থাকা তিনজন এবং অন্য পাঁচজন যারা ভবনের চতুর্থ থেকে ষষ্ঠ তলায় গেস্ট হাউসে নিরাপত্তার দায়িত্বে ছিলো।

এছাড়াও ভবনটিতে ফ্লাট, একটি ক্যাফে ও একটি রেস্তোরাঁও ছিল।