অনলাইন ডেস্ক :
মধ্য চীনে এক সপ্তাহ আগে হওয়া একটি ভবনধসের ঘটনায় এ পর্যন্ত ৫৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া এক সপ্তাহের অনুসন্ধানে এখন পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে , দুর্ঘটনাস্থলের অনুসন্ধান কাজ সমাপ্ত ঘোষণা করা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গত ২৯ এপ্রিল বিকালে চাংশা শহরের আবাসিক ও বাণিজ্যিক ভবনটি হঠাৎ করে ধসে পড়ে।
দেশটির ভবন তৈরির নীতিমালা উপেক্ষা ও অনন্য নিয়ম লঙ্ঘনের সন্দেহে অন্তত ৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছে- ভবনের মালিক, নকশা ও নির্মাণের দায়িত্বে থাকা তিনজন এবং অন্য পাঁচজন যারা ভবনের চতুর্থ থেকে ষষ্ঠ তলায় গেস্ট হাউসে নিরাপত্তার দায়িত্বে ছিলো।
এছাড়াও ভবনটিতে ফ্লাট, একটি ক্যাফে ও একটি রেস্তোরাঁও ছিল।
আরও পড়ুন
আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ৮০ কোটি টাকার লটারি জয়
ওভাল অফিস থেকে জাকারবার্গকে বেরিয়ে যেতে বলা হয়
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা