অনলাইন ডেস্ক :
‘ওপেন টি বায়োস্কোপ’ সিনেমায় প্রথম জুটি বেঁধে অভিনয় করেন ঋদ্ধি সেন ও সুরঙ্গনা ব্যানার্জি। এতে প্রেমিক-প্রেমিকার চরিত্রে দেখা যায় তাদের। এরপর ‘সমান্তরাল’, ‘শরতে আজ’ ওয়েব সিরিজেও জুটি বেঁধে অভিনয় করেন। এসবই পর্দার খবর। কিন্তু বাস্তব জীবনেও একসঙ্গে কফি খাওয়া, মঞ্চনাটক দেখা, কখনো আবার পাশাপাশি খানিকটা পথ হেঁটে বেড়ান তারা। কলকাতার মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের গুণী অভিনেতা কৌশিক সেনের পুত্র ঋদ্ধি সেন। এ পরিবারেও সুরঙ্গনার অবাধ আনাগোনা। এ জুটির পথচলা নিয়ে নানা গুঞ্জন উড়েছে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে। অনেকে প্রশ্ন তুলেছিলেনÑতারা কি বন্ধু নাকি প্রেমিকযুগল? যদিও পরবর্তীতে এ জুটি তাদের সম্পর্কের কথা স্বীকার করেন। কাজের পাশাপাশি চুটিয়ে প্রেম করছেন ঋদ্ধি-সুরঙ্গনা। পর্দার প্রেমিকার প্রেমে বাস্তব জীবনেও বুঁদ হয়ে আছেন ঋদ্ধি সেন। তারই দেখা মিললো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতার ফেসবুক অ্যাকাউন্ট ঘুরে। বৃহস্পতিবার সুরঙ্গনার জন্মদিন। এ উপলক্ষে তার সঙ্গে তোলা ঘনিষ্ঠ একটি ছবি শেয়ার করে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন ঋদ্ধি। লেখার শুরুতে ঋদ্ধি সেন লিখেন, ‘আজকের দিনটা বলছে, পৃথিবীতে এই অতিথির ২৪ বছর হলো। তার মধ্যে এই অতিথিকে আমি চিনি মাত্র আট বছর ধরে। কিন্তু এই বিশেষ দিনটায় কিছু লিখতে গেলেই দেখি কথা হারিয়ে যায়। কারণ তোর বন্ধু হবার পর, এই আট বছরে বুঝেছি জন্মদিন বছরের বা মাসের বা সপ্তাহর যেকোনো দিন আসতে পারে। প্রতিদিন মানুষ বদলায়, প্রতিমুহূর্তে, কিছু বদল ভালোর দিকে, কিছু আবার খারাপের ঘরে। কিন্তু বন্ধুর তুলির সাহায্যেÑবন্ধুত্বের সাদা পাতার রাগ-দুঃখ, অভিমান-ভালোবাসার বিভিন্ন রংগুলোর মধ্য দিয়ে চিনে নেওয়া যায় নিজেকে। তাই প্রত্যেকবার নিজেকে খুঁজে পাওয়ার সময়গুলো হয়ে দাঁড়ায় জন্মদিন।’ সুরঙ্গনাকে উদ্দেশ্য করে ঋদ্ধি সেন লিখেন, ‘তাই তোর সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর আমার জন্মদিন এসেছে বছরে বহুবার। তাই আজকের নির্দিষ্ট দিনটায় কিছু লিখতে গেলে কথা ফুরিয়ে যায়। কারণ কতটা ভালোবাসি তা বলতে ইচ্ছে করে রোজ। মাঝে মাঝেই অবাক লাগে, আমি এমন একজন বন্ধু পেলাম কী করে! তাই ভালোবাসা, অবাক লাগা, মুগ্ধতা, সবকিছু একদিনে কী বলা যায়? তাই অনেক কিছু বলবো ভেবে শেষমেশ চুপ করে গেলাম। কারণ ‘কথা’ পল সাইমনের ‘সাইলেন্ট রেইনড্রপস’-এর গানের মতোও হতে পারে, সেটাও চিনতে শেখা তোর জন্যই। আর দশ বছর বা কুড়ি বছরে চারপাশটা কতটা সুস্থ আর বাসযোগ্য থাকবে জানি না, কিন্তু এই বন্ধুত্বটা থেকে যাবে, থেকে যাব আমরা।’ ছোটবেলাতেই ঋদ্ধির অভিনয়ে হাতেখড়ি। তারপর বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো: ‘ইতি মৃণালিনী’, ‘কাহানি’, ‘চিলড্রেন অব ওয়ার’ প্রভৃতি। সুরঙ্গনা শুধু অভিনেত্রী নন তিনি একাধারে নৃত্যশিল্পী ও কণ্ঠশিল্পী। শিশুশিল্পী হিসেবে তারও অভিনয়ের পথচলা শুরু। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো: ‘চিরসাথী’, ‘মাটি ও মানুষ’, ‘গয়নার বাক্স’, ‘গল্প হলেও সত্যি’ প্রভৃতি।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব