January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 24th, 2022, 12:41 pm

চুরির অপবাদে নির্যাতন, অপমানে তরুণের আত্মহত্যা!

চাঁদপুর সদরে মোবাইল ফোন চুরির অপবাদে গাছের সঙ্গে বেঁধে মারধর করায় অপমানে সইতে না পেরে এক তরুণ গলা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার উপকন্ঠে তরপুরচন্ডী ইউনিয়নের এই ঘটনা ঘটে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, নিহত হাসান ছৈয়াল (১৮) একই এলাকার শরীফ ছৈয়ালের ছেলে, পেশায় রাজমিস্ত্রীর সহকারি শ্রমিক।

নিহত হাসানের বাবা জানান, মোবাইল চুরির অপবাদে হাসানকে সেলিমসহ কয়েকজন ঘর থেকে ঢেকে নিয়ে মারধর করে এবং বাড়ির সামনের খেঁজুর গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে হাসানকে আমাদের ঘরের সামনের রুমে আটকে রেখে বাহিরে তালা দিয়ে তারা চলে যায়। এরপর তার কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়া হয়।

ওসি আবদুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

—ইউএনবি