December 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 11th, 2025, 5:05 pm

চুরি করতে এসে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বর্ণালঙ্কার লুট

 

জামালপুরের সরিষাবাড়ীতে র‌্যাব কর্মকর্তার স্ত্রী লিপি আক্তার (৩৫) শ্বাসরোধে নিহত হওয়ার পর ঘর থেকে স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভার গণময়দান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লিপি আক্তার ওই এলাকার মহর আলীর স্ত্রী। মহর আলী র‌্যাব-২ এ এসআই হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে।

সরিষাবাড়ী থানার ওসি বাচ্ছু মিয়া জানান, রাত ২টা থেকে ৩টার কোনো এক সময় জানালার গ্রীল কেটে ঘরে ঢোকে চোরেরা। লিপি আক্তার বিষয়টি টের পেয়ে গেলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর ঘর থেকে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় তারা।

তিনি আরও বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত হয়েছে। ময়নাতদন্তের জন্য লিপি আক্তারের মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এনএনবাংলা/