চুয়াডাঙ্গায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে সোমবার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, রুবেল হোসেন (৩২) ও মো. নাজিম হোসেন (৩০)।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গত ২৫ ডিসেম্বর রাতে একটি চলন্ত ভ্যান গতিরোধ করে এক গৃহবধূকে জোরপূর্বক একটি মোটরসাইকেল করে তুলে নিয়ে যায় তিন ব্যক্তি। পরে ধর্ষণ করে রাত ১২টার দিকে ভুক্তভোগীকে তার বাড়িতে দিয়ে যায় অভিযুক্তরা।
ওসি বলেন, এ ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগী নারী তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত