January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 8th, 2022, 8:27 pm

চূড়ান্ত হলো হকির ফ্রাঞ্চাইজি লিগের ষষ্ঠ দল

অনলাইন ডেস্ক :

দেশের হকির পুনর্জাগরণের লক্ষ্যে আগামী অক্টোবরে হবে ফ্র্যাঞ্চাইজি হকি লিগ ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি’। এই টুর্নামেন্টে অংশ নিবে ছয়টি দল। গত সোমবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পাঁচ দলের নাম ঘোষণা করে আয়োজক কমিটি। বাকি ছিল একটি ফ্রাঞ্চাইজির নাম, অবশেষে জানা গেল ষষ্ঠ দলের নাম। এই দলের মালিকানায় থাকবে মেট্রো এক্সপ্রেস গ্রুপ। ইভেন্ট ম্যানেজমেন্ট কম্পানি ‘এইস’ ও হকি ফেডারেশনের সম্মিলিত চেষ্টায় আগেই চূড়ান্ত হয় পাঁচটি দল। তাদের পেছনে আছে পাঁচটি বাণিজ্যিক প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপ, ওয়ালটন গ্রুপ, একমি গ্রুপ, সাইফ পাওয়ারটেক ও মোনার্ক মার্ট। ছয় বিভাগের নামে হবে ছয়টি দল। তবে কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান কোন বিভাগ বেছে নেবে সেটা এখনো চূড়ান্ত হয়নি। সর্বশেষ গত নভেম্বরে হয়েছে হকির প্রিমিয়ার লিগ। এরপর জাতীয় দল আন্তর্জাতিক টুর্নামেন্টে ব্যস্ত থাকলেও ঘরোয়া কোনো টুর্নামেন্ট হয়নি। ফ্রাঞ্চাইজি এই টুর্নামেন্ট নিয়ে নতুন স্বপ্ন বুনছেন হকি খেলোয়াড়রা।