বাসস :
চেক প্রজাতন্ত্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে টর্নেডোয় ঘরবাড়ি ভেঙে পড়ায় কমপক্ষে তিন জন মারা গেছে ও কয়েক ডজন আহত হয়েছে, উদ্ধারকর্মীরা শুক্রবার এ কথা জানায়। খবর এএফপি’র।
স্থানীয় জরুরি বিভাগের মুখপাত্র হেডভিকা ক্রোপাকোভা এএফপিকে বলেন, “দুর্ভাগ্যক্রমে আমরা আহত তিনজনের প্রাণ রক্ষা করতে পারিনি।”
তিনি বলেন, আহত ৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।
ক্রোপাকোভা আরো বলেন, এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। অস্ট্রিয়ান এবং স্লোভাক উদ্ধারকারীরা সহায়তায় নিয়োজিত রয়েছে।
টর্নেডো ও শিলাবৃষ্টির ফলে হডোনিনসহ বেশ কটি শহরে ব্যাপক ক্ষতি হয়েছে। হডোনিনে টর্নেডোর আঘাতে একটি অবসর হোম ও স্থানীয় চিড়িয়াখানা ধ্বংস হয়েছে।
চেক বার্তা সংস্থা সিটিকে হুরস্কির মেয়রের বরাত দিয়ে জানিয়েছে, তার গ্রামের অর্ধাংশ মাটিতে মিশে গেছে।
প্রজাতন্ত্রের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড় অত্যন্ত বিপজ্জনক হওয়ার কারণে প্রাগে অবতরণ ঝুঁকিপূর্ণ হতে পারে বলে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের পর চেক প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিস ব্রাসেলসে থেকে যেতে বাধ্য হন।
আরও পড়ুন
ট্রাম্পের হোটেলের সামনে টেসলার গাড়ি বিস্ফোরিত, চালক নিহত
যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনের সময় গাড়িচাপা, নিহত ১০
পুরুষের ১৭, নারীর ২২ মিনিট আয়ু কেড়ে নেয় প্রতিটি সিগারেট