আগামী শনিবার থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আসর শুরুর আগ মুহূর্তে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব এসেছে পরিবর্তন। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার কাছে দলটির অধিনায়কত্ব হস্তান্তর করলেন মহেন্দ্র সিং ধোনি। বৃহস্পতিবার এক বিবৃতিতে চেন্নাই জানায়, ‘চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি এবং দলের অধিনায়ক হিসেবে রবীন্দ্র জাদেজাকে বেছে নিয়েছেন। ২০১২ সাল থেকে জাদেজা চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ অংশ, তৃতীয় খেলোয়াড় হিসেবে তিনি দলটির নেতৃত্ব দিবেন। ধোনি এই মৌসুমে চেন্নাইয়ের হয়ে খেলবেন এবং পরেও খেলে যাবেন।’ ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে সবচেয়ে বেশি দামে আইকন খেলোয়াড় হিসেবে ধোনিকে দলে ভিড়িয়েছিল চেন্নাই। দলটি যতবার আইপিএলে অংশ নিয়েছে, সবগুলো আসরেই অধিনায়ক ছিলেন ধোনি। তাঁর নেতৃত্বে ২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১ সালে চারবার আইপিএল শিরোপা জেতে চেন্নাই। এ ছাড়া ২০০৮, ২০১২, ২০১৩, ২০১৫ ও ২০১৯ সালে রানারআপ হয় তারা। ধোনির নেতৃত্বে আইপিএলে চেন্নাই ২০৪ ম্যাচ খেলে রেকর্ড ১২১টি জয় পেয়েছিল। জাদেজা তৃতীয় ক্রিকেটার হিসেবে চেন্নাইয়ের অধিনায়ক হলেন। ২০১২ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগে ইয়র্কশায়ারের বিপক্ষে সুরেশ রায়না অধিনায়কত্ব করেন।
আরও পড়ুন
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি
সাকিব-হেলসসহ যে তারকারা পিএসএলে অবিক্রিত