December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 25th, 2023, 8:29 pm

চেলসিতে জ্যামাইকান স্ট্রাইকার

অনলাইন ডেস্ক :

আক্রমণভাগে আরেকজন খেলোয়াড় যোগ করল চেলসি। জ্যামাইকার স্ট্রাইকার দুজুয়ান রিচার্ডসকে দলে টানল ইংলিশ ক্লাবটি। ১৭ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে চুক্তির কথা গত শনিবার ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে জানায় চেলসি। আগামী অক্টোবরে ১৮ বছর বয়সে পা দেওয়ার পর স্ট্যামফোর্ড ব্রিজের দলটিতে যোগ দেবেন তিনি। চুক্তির মেয়াদ বা ট্রান্সফার ফির ব্যাপারে কিছু জানানো হয়নি। এখন কিংস্টন ভিত্তিক ফিনিক্স অল স্টারস একাডেমিতে আছেন রিচার্ডস। গত মার্চে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিপক্ষে ম্যাচ দিয়ে জ্যামাইকার সিনিয়র দলে অভিষেক হয় তার।

আসছে কনকাকাফ গোল্ড কাপের জন্য জ্যামাইকা দলে জায়গা পেয়েছেন তিনি। মাওরিসিও পচেত্তিনো চেলসির কোচ হওয়ার পর দ্বিতীয় খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করল চেলসি। চলতি মাসে লন্ডনের ক্লাবটিতে নাম লেখান ফরাসি ফরোয়ার্ড ক্রিস্তোফা এনকুনকু। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ১২তম হয় চেলসি। নতুন মৌসুমে ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় খেলতে পারবে না তারা।