January 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 23rd, 2022, 7:32 pm

চোটের কারণে ছিটকে গেলেন পারেদেস

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপের আগে চোট পেলেন আর্জেন্টিনার আরও এক ফুটবলার। লিওনেল স্কালোনির চিন্তা আরও বাড়িয়ে এবার মাঠের বাইরে ছিটকে গেলেন ইউভেন্তুসের মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস। ইতালিয়ান ক্লাবটি শনিবার আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ঊরুর মাংসপেশীর চোটের কারণে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে পারেদেসকে। নভেম্বরের প্রথম সপ্তাহে তিনি মাঠে ফিরতে পারবেন বলে আশাবাদী ইউভেন্তুস। তাই তার বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তেমন কোনো দুর্ভাবনা নেই। ঘরের মাঠে শুক্রবার এম্পোলির বিপক্ষে ৪-০ গোলে জেতে ইউভেন্তুস। ম্যাচের ৬৬ মিনিটে ওয়েস্টন ম্যাককেনির জায়গায় বদলি হিসেবে নামেন পারেদেস। বাকি সময় খেলে ম্যাচ শেষ করেই মাঠ থেকে বের হন ২৮ বছর বয়সী এই আর্জেন্টাইন মিডফিল্ডার। পরে ঊরুর পেশিতে চোটের কথা জানালে ক্লাবের মেডিকেল সেন্টারে পরীক্ষা করা হয়। সেখানে বাম ঊরুর হ্যামস্ট্রিংয়ে লো গ্রেড ক্ষত ধরা পড়ে। এ ধরনের চোট থেকে সেরে উঠতে ১৫ দিনের মতো সময় লেগে যায় বলে জানিয়েছে ইউভেন্তুস। ফলে নিশ্চিতভাবেই বেনফিকা ও লেসের বিপক্ষে ম্যাচ দুটি খেলতে পারবেন না পারেদেস। আগামী ৬ নভেম্বর ইন্টার মিলানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও তাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। চোটের জন্য বাইরে আছেন ইউভেন্তুসের আরেক আর্জেন্টাইন মিডফিল্ডার আনহেল দি মারিয়া। ইতালির আরেক ক্লাবে খেলা ফরোয়ার্ড পাওলো দিবালাও আছেন খেলার বাইরে।