January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 23rd, 2022, 7:54 pm

চোট কাটিয়ে পাকিস্তানের ওয়ানডে দলে শাদাব

অনলাইন ডেস্ক :

চোট কাটিয়ে পাকিস্তানের ওয়ানডে দলে ফিরেছেন লেগ স্পিনার শাদাব খান। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে দলের সহ-অধিনায়কও তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সোমবার ঘোষিত ১৬ সদস্যের দলে ফিরেছেন ব্যাটসম্যান আবদুল্লাহ শফিক ও বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজও। বাদ পড়েছেন আসিফ আফ্রিদি, আসিফ আলি, হায়দার আলি, সৌদ শাকিল ও উসমান কাদির। গত মার্চ-এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা সবশেষ সিরিজের ২১ সদস্যের দলে ছিলেন তারা সবাই। দলের বেশিরভাগ সদস্য ও কোচিং স্টাফরা ১ জুন রাওয়ালপিন্ডিতে অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন। হারিস রউফ, হাসান আলি, মোহাম্মদ রিজওয়ান ও শাদাব বর্তমানে ইংল্যান্ডে খেলছেন। জুনের প্রথম সপ্তাহে দলের সঙ্গে যোগ দেবেন তারা। পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের ম্যাচ তিনটি হবে যথাক্রমে ৮, ১০ ও ১২ জুন। সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। পাকিস্তান ওয়ানডে দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, জাহিদ মাহমুদ।