অনলাইন ডেস্ক :
আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। যে কারণে শেষ ওয়ানডেতে তার খেলা হয়নি। শুধু তা-ই নয়, ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও তিনি দলে নেই। তার জায়গায় টাইগারদের অধিনায়ক লিটন কুমার দাস। ইনজুরি হলে কী হবে, সাকিবের মন তো পড়ে আছে মাঠে! মঙ্গলবার তাই সাকিব আল হাসানকে দেখা গেল জাতীয় দলের অনুশীলনে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী মঙ্গলবার (৬ জুন) দুপুরে মিরপুর শেরেবাংলায় টাইগারদের অনুশীলন ছিল। হঠাৎই সাকিবকে দেখা যায় স্টেডিয়ামে প্রবেশ করতে। এ সময় তার চোটাক্রান্ত আঙুলে ব্যান্ডেজ বাঁধা ছিল। এরপর তিনি চলে যান মাঠের ভেতর।
প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহের সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন তিনি। মাঠে এলেও সাকিব মঙ্গলবার (৬ জুন) সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। উল্লেখ্য, তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ১০ জুন বাংলাদেশে আসবে আফগান দল। ১৪ তারিখে মিরপুর শেরেবাংলায় শুরু হবে একমাত্র টেস্ট। এরপর ভারত সফরে যাবে আফগান দল। সেখান থেকে আবারও বাংলাদেশে ফিরে খেলবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।
আরও পড়ুন
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি
সাকিব-হেলসসহ যে তারকারা পিএসএলে অবিক্রিত