রংপুর ব্যুরো:
রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা একটার দিকে তারাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় এ আদেশ দেন। কোর্ট ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রফিকুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত তা শুনানি করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
নিহত রুপলাল দাসের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে গত রোববার দুপুরে তারাগঞ্জ থানায় ৭০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় রাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন-সয়ার ইউনিয়নের বালাপুর এলাকার এবাদত হোসেন (২৭), বুড়িরহাট এলাকার আক্তারুল ইসলাম (৪৫), রফিকুল ইসলাম (৩৩) ও রহিমাপুরের মিজানুর রহমান (২২)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মিঠাপুকুরের ছরান বালুয়া এলাকা থেকে ভাগনি জামাই প্রদীপ লালকে নিয়ে ভ্যানে বাড়ি ফেরার পথে বুড়িরহাট বটতলা মোড়ে স্থানীয়রা রুপলাল ও প্রদীপকে থামিয়ে তল্লাশি চালায়। এসময় ‘স্পিড ক্যানের’ বোতলে দুর্গন্ধযুক্ত তরল ও কিছু ওষুধ পেয়ে উত্তেজিত জনতা তাঁদের বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে নিয়ে গিয়ে মারধর করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে রুপলালকে মৃত ঘোষণা করা হয় এবং প্রদীপ লাল ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
তারাগঞ্জে জামাই-শ্বশুরকে পিটিয়ে হত্যা: ৮ পুলিশ সদস্য বরখাস্ত, রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে জামাই-শ্বশুরকে গণপিটুনিতে হত্যার ঘটনায় পুলিশ সদস্যদের দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। এই অভিযোগে থানার দুই এসআই ও ছয় কনস্টেবলকে বরখাস্ত করেছে জেলা পুলিশ প্রশাসন। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে।
রংপুরের পুলিশ সুপার আবু সাইমের নির্দেশে বুধবার (১৩ আগস্ট) এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। বরখাস্ত হওয়া সদস্যরা হলেন এসআই আবু জোবায়ের, এসআই সফিকুল ইসলাম, কনস্টেবল ফারিকুদ আখতার জামান, ধিরাজ কুমার রায়, হাসান আলী, ফিরোজ কবির, মোক্তার হোসেন ও বাবুল চন্দ্র রায়। জেলা পুলিশ জানায়, ঘটনার রাতে তারা মোবাইল টিমে দায়িত্বে থাকলেও করণীয় পালনে গাফিলতি করেছিলেন।
পাশাপাশি মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু জোবায়েরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন তারাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।
আব্দুর রহমান মিন্টু
রংপুর ব্যুরো চীফ
আরও পড়ুন
সাদা পাথর লুটপাট বন্ধে নড়েচড়ে উঠেছে প্রশাসন: ৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার
ওসমানীনগরে স্বাক্ষীকে চাপ দিয়ে মামলা: স্বাক্ষীর লিখিত অঙ্গিকারে ঘটনা মিথ্যা ও সাজানো
খুলনা তেরখাদায় শিক্ষার্থীকে যৌন হয়রানি অভিযোগে, শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন