কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে সমীরন রোজারিও নামে চোলাই মদসহ এক মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। তাকে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের দক্ষিণ চুয়ারীয়াখোলার নিজ বসতভিটা থেকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিন চুয়ারীয়াখোলা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মৃত আব্রাহাম রোজারিও এর পূত্র সমীরন রোজারিও (৪৯) কে ৫ লিটার চোলাইমদ, চোলাই মদ তৈরি পাতিল ও গ্যাসের চুলাসহ গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল ছয় হাজার টাকা।
স্থানীয়রা জানায়, মাদক কারবারী সমীরন দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে।
এ সংক্রান্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(ক)/৩৭ ধারায় কালীগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলা নং-৩০, তারিখ-২৮/০৯/২০২৫ ইং।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, চোলাই মদ ও সরঞ্জামসহ এক মাদক কারবারীকে আটক করা হয়। আসামীকে আজ সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
কুড়িগ্রামে টিসিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
সাপাহারে আবারো এক বৃদ্ধের মরদেহ উদ্ধার
রংপুর জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় আগামী ১২ই অক্টোবর রোববার থেকে সাড়ে ৮ লাখ শিশু-কিশোরকে টাইফয়েড টীকা দেয়া হবে