ফরিদপুর সদর থেকে বিরল প্রজাতির একটি সজারু উদ্ধার করে বনে ছেড়ে দেয়া হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গেরদা ইউনিয়নের জোবায়দা করিম জুটমিলের অভ্যন্তরে ঘটনাটি ঘটে।
জানা যায়, রাতের আধারে কোন এক সময় সজারুটি লোকালয়ে একেবারে জুট মিলের ভিতরে চলে এসেছিল। সকালে একটি পানিশূন্য চৌবাচ্চার মধ্যে সেটি পড়ে থাকতে দেখা যায়। পরে সেটিকে বনের মধ্যে ছেড়ে দেয়া হয়েছে।
জুট মিলের মেকানিকাল অ্যাসিস্ট্যান্ট আতাউর রহমান জানান, সকালে মিলের একটি পানির চৌবাচ্চার মধ্যে পড়ে থাকতে দেখা যায়। তবে পরে মিলের কর্মকর্তারা সেটি বনে ছেড়ে দিতে বলেন। সে অনুযায়ী সকাল সাড়ে ১০টার দিকে সেটি বনে ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে বনবিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক বলেন, আগে আমাদের দেশে এই ধরনের সজারু বিভিন্ন স্থানে অনেক দেখা যেতো। তবে পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে এখন বিপন্ন দশা। এটি এখন বিরল প্রজাতি হয়ে গেছে। আগের মতো দেখা যায় না।
ফরিদপুরে উদ্ধার হওয়া এই সজারুটি বনে ছেড়ে দেয়ার ব্যাপারে তিনি বলেন, বড় কথা হলো প্রাকৃতিক পরিবেশে এটির সার্ভাইব করা। যেনো পাচারকারীদের হাতে না পড়ে।
—-ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২