December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 7th, 2023, 4:13 pm

চ্যাটজিপিটিকে টক্কর দিতে গুগলের ‘বার্ড’!

মার্কিন টেক জায়ান্ট গুগল চ্যাটজিপিটিকে টক্কর দিতে ‘বার্ড’ নামে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট চালু করছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, বার্ড আগামী সপ্তাহগুলোতে জনসাধারণের জন্য চালু করার আগে একদল পরীক্ষকদের দ্বারা পরখ করে দেখবে।

বার্ড গুগলের বিদ্যমান বৃহৎ ভাষার মডেল ল্যামডায় নির্মিত। যাকে একজন প্রকৌশলী তার প্রতিক্রিয়ায় এতটাই মানুষের মতো বলে বর্ণনা করেছিলেন যে তিনি বিশ্বাস করেছিলেন যে এটি সংবেদনশীল।

প্রযুক্তি জায়ান্টটি এর বর্তমান সার্চ ইঞ্জিনের জন্য নতুন এআই টুলও ঘোষণা করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে বলা হয়েছে যে এআই চ্যাটবটগুলো প্রশ্নের উত্তর ও তথ্য সন্ধানের জন্য ডিজাইন করা হয়েছে। এর সবচেয়ে পরিচিত উদাহরণ হচ্ছে চ্যাটজিপিটি। এই এআইগুলো ইন্টারনেটকে একটি বিশাল তথ্যভাণ্ডার হিসেবে কাজে লাগিয়ে উত্তর দিয়ে থাকে। তবে এক্ষেত্রে আপত্তিকর উপাদান বা ভুল তথ্য চলে আসতে পারে এমন উদ্বেগ কেউ কেউ প্রকাশ করেছেন।

গুগল প্রধান সুন্দর পিচাই এক ব্লগে লিখেছেন, ‘বার্ড আমাদের বৃহৎ ভাষা মডেলগুলোর শক্তি, বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার সঙ্গে বিশ্বের জ্ঞানের বিস্তৃতিকে একত্রিত করতে চায়।’

পিচাই জোর দিয়ে বলেন যে তিনি গুগলের এআই পরিষেবাগুলোকে সাহসী ও দায়িত্বশীল করতে চান, তবে কীভাবে বার্ডকে ক্ষতিকারক বা আপত্তিকর উত্তর দেয়া থেকে বিরত রাখা হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।

মাইক্রোসফট তাদের সার্চ ইঞ্জিন বিং-এ এআই চ্যাটবট চ্যাটজিপিটি আনতে যাচ্ছে বলে ব্যাপক জল্পনা-কল্পনার পর গুগলের এই ঘোষণা এসেছে।

—-ইউএনবি