February 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, February 15th, 2025, 2:11 pm

চ্যাম্পিয়নস ট্রফির খেলা যেভাবে দেখবেন

চ্যাম্পিয়নস ট্রফির খেলা যেভাবে দেখবেন – ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক:
দীর্ঘ সাত বছরের বিরতি শেষে আবারো ফিরেছে চ্যাম্পিয়নস ট্রফি। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে ক্রিকেটের এই মহাযজ্ঞ। পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠিত হবে ৮ দলের এই টুর্নামেন্টে।

স্বাগতিক পাকিস্তানের সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিচ্ছে ভারত, নিউজিল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। দুটো ভিন্ন গ্রুপে গড়াবে খেলা।

১৫ ম্যাচের এই বৈশ্বিক আসরকে নিয়ে ইতোমধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্রিকেট বিশ্বে। সমর্থকরা প্রস্তুত প্রিয় দলকে সমর্থন দিতে। তাদের সহজলভ্যের জন্য টেলিভিশনের পাশাপাশি অনলাইনেও খেলার সুযোগ রেখেছে আইসিসি।

১৬টি ফিডে মোট ৯ ভাষায় সরাসরি সম্প্রচার হবে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা। ইংরেজির পাশাপাশি হিন্দি, মারাঠি, হারিয়ানাভি, বাংলা, ভোজপুরি, তামিল, তেলেগু ও কন্নর ভাষায় ধারাভাষ্য শুনতে পারবেন সমর্থকরা।

বাংলাদেশের দর্শকদের খেলা দেখার সুযোগ করে দিচ্ছে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। আর যারা মোবাইলে খেলা দেখতে চান তারা টফি অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন।