January 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 21st, 2025, 1:38 pm

চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে ‘পাকিস্তান’ লেখা নিয়ে আপত্তি ভারতের, খেপেছে পিসিবি

ওয়ানডেতে ভারত–পাকিস্তান সর্বশেষ মুখোমুখি হয়েছে ২০২৩ সালে:এএফপি

অনলাইন ডেস্ক:

পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাবে না ভারত, এ নিয়ে জল কম ঘোলা হয়নি। শেষ পর্যন্ত গো ধরা ভারতেরই জয় হয়েছে। হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান স্বাগতিক হলেও ভারত সব ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতে।

এবার আবার নতুন ঝামেলা তৈরি হয়েছে। আর সেই ঝামেলাও তৈরি করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যমের খবর সত্যি হলে, নিজেদের চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে স্বাগতিক পাকিস্তানের নাম লিখতে অস্বীকৃতি জানিয়েছে বিসিসিআই। আর এই খবর শোনার পর ক্ষেপে গেছে পাকিস্তান।

বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে সব দলের জার্সিতে টুর্নামেন্টের লোগোর নিচে স্বাগতিক দেশের নাম ও সাল লেখা থাকে। কোনো কারণে টুর্নামেন্ট অন্য কোনো দেশে সরে গেলেও আয়োজক দেশের নামটাই লেখা থাকে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে আরব আমিরাতে সরে গেলেও, সব দল ভারত ২০২১ লেখা জার্সি পরেই খেলেছে। এবার ভারত আরব আমিরাতে ম্যাচ খেললেও আয়োজক তো পাকিস্তানই।

জার্সিতে টুর্নামেন্টের লোগোর নিচে আয়োজক দেশের নাম থাকাটাই নিয়মজার্সিতে টুর্নামেন্টের লোগোর নিচে আয়োজক দেশের নাম থাকাটাই নিয়ম:রয়টার্স

ভারতের জার্সিতে ‘পাকিস্তান’ নামে আপত্তির কথা প্রকাশিত হওয়ার পর ক্রিকেটে রাজনীতি মেশানোর অভিযোগ করেছে পিসিবি। ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসকে নাম প্রকাশ না করার শর্তে পিসিবির এক কর্মকর্তা ভারতের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

ওই কর্মকর্তাকে উদ্ধৃত করে আইএনএস লিখেছে, ‘বিসিসিআই ক্রিকেটে রাজনীতি নিয়ে এসেছে। খেলাটির জন্য এটি ভালো কিছু নয়। ওরা পাকিস্তান সফর করতে অস্বীকৃতি জানাল। উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়ককেও তারা পাঠাতে চায় না। আর এখন আয়োজক দেশের নাম জার্সিতে ছাপাতে চাচ্ছে না। আমাদের বিশ্বাস, আইসিসি এটা হতে দেবে না ও পাকিস্তানের পাশে থাকবে।’