December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 15th, 2024, 10:00 pm

ছয় ঘণ্টায় এক কোটি টাকার ইলিশ বিক্রি

নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরে একরাতের ইলিশমেলায় ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মাত্র কয়েক ঘণ্টায় কোটি টাকার ইলিশ বেচা-কেনা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত চলে এই ইলিশমেলা।

মাদারীপুর শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরানবাজার মাছের আড়ৎ, মস্তফাপুরের পাইকারি মৎস্য আড়ৎ, রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরসহ জেলার বিভিন্ন বাজারে ইলিশ বেচার মহোৎসব চলে। আগামী ২২ দিন ইলিশ কেনা-বেচা ও বাজারজাত বন্ধ থাকায় এই ইলিশ মেলা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সন্ধ্যা থেকেই শহরের পুরানবাজার মাছের আড়তে ইলিশ মাছ নিয়ে পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। ক্রেতারাও আসতে শুরু করেন ছোট-বড় সাইজের ইলিশ কিনতে। পুরুষের পাশাপাশি নারীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এক কেজি সাইজের ইলিশের দাম ছিল ১৬০০ থেকে ২ হাজার টাকা, এক কেজি থেকে ছোট মাছের দাম ছিল ১২০০ থেকে ১৫০০ টাকা। এক কেজির বেশি সাইজের মাছের দাম ছিল ২ হাজার থেকে ২৮০০ টাকা।

মেলায় ক্রেতাদের উপচে পড়া ভিড়

পুরানবাজারের ইলিশ মাছ ব্যবসায়ী সুজন বর্মন বলেন, আমার মজুতে যে ইলিশ ছিল, তা সব বিক্রি করে দিয়েছি। কারণ আগামী ২২ দিন ইলিশ মাছ কেনাবেচা করা যাবে না।

মাদারীপুর পুরানবাজার মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি মোছলেম উদ্দিন বলেন, প্রতি বছর নিষিদ্ধ সময়ের আগের রাতে ইলিশ মাছ বিক্রির ধুম পড়ে। এবারো তাই হয়েছে। বিক্রিও খুব ভালো হয়েছে।