সুনামগঞ্জের ছাতকে ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে একই গ্রামের খাঁন গোষ্ঠী ও শেখ গোষ্ঠীর সংঘর্ষে দু’পক্ষের শতাধিক মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার জাউয়া ইউনিয়নের সাউদেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাউয়া ইউনিয়নের সাউদেরগাঁও জামে মসজিদের জায়গা মাপামাপি নিয়ে দীর্ঘদিন ধরে খাঁন গোষ্ঠী ও শেখ গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবার (৪ মে) সকালে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে নিষ্পত্তির লক্ষ্যে গ্রাম পঞ্চায়েত বসলেও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে।
এ থেকেই ছাগলে খাঁন গোষ্ঠীর ধান খাওয়াকে কেন্দ্র দু’পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে দু’পক্ষের শতাধিক মানুষ আহত হন।
আহতদের কৈতক হাসপাতাল এবং গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। এদেরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
তবে তাৎক্ষণিকভাবে আহতদের কারোর নাম- পরিচয় পাওয়া সম্ভব হয়নি।
জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আহাম্মেদ উল্লাহ ভূঁইয়া বলেন, সংঘর্ষে গুরুতর আহতদের সিলেটে পাঠানো হয়েছে, অন্যানদের স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।
—-ইউএনবি
আরও পড়ুন
রংপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত
রংপুরে উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি স্বাবলম্বী পিঠা মেলা
রংপুর জেলা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা