একদিকে দুই রাজনৈতিক দলের সমাবেশ। অন্যদিকে, একটি শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠান। পাশাপাশি এইচএসসি পরীক্ষা। সঙ্গে রয়েছে সপ্তাহের কর্মদিবস। সব মিলিয়ে আজ রোববার (৩ আগস্ট) বেহাল রাজধানী ঢাকার অবস্থা। সকাল থেকেই রাজধানীজুড়ে দীর্ঘ যানজট ও যানবাহনের ধীরগতি লক্ষ্য করা গেছে। এতে বিপাকে পড়েছেন নগরবাসী।
রোববার সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা গেছে গাড়ির দীর্ঘ সারি। এ ছাড়া আছে বাসস্টপগুলোতে গণপরিবহনের জন্য অপেক্ষমাণ মানুষের ভিড়।
ছাত্রদলের ‘ছাত্র সমাবেশ’ (শাহবাগ) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে আয়োজিত জনসমাবেশ (শহীদ মিনার)– এই দুটি রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণে ডাইভারশন চালু করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পী গোষ্ঠীর আয়োজিত ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান চলায় সড়কে যানজট সৃষ্টি হয়েছে।
এদিন, যাত্রীর চাপ বাড়ায় গণপরিবহণের সংকটে অনেককে প্রচণ্ড ভিড় ঠেলে বাসে উঠতে দেখা গেছে। কর্মজীবী মানুষ, অফিসগামী যাত্রী ও পরীক্ষার্থীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে হিমশিম খেয়েছেন। গাড়ি না পেয়ে অনেকে পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা গেছে।
রাজধানীর ফার্মগেট কাওরান বাজার, বাংলামটর, সায়েন্স ল্যাব, মিরপুর রোডের বিভিন্ন পয়েন্টে যানবাহনের চাপ দেখা গেছে।
দুপুর ১টার আগেই পল্টন, মতিঝিল, মৎস্যভবন, শাহবাগ এলাকার সড়কে পাবলিক পরিবহন চলা প্রায় বন্ধ হয়ে যায়। এসব এলাকায় গাড়ি রেখে ঢাকার বাইরে থেকে আসা ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশের স্থলের দিকে রওনা হয়েছেন।
গতকাল শনিবার এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, ৩ আগস্ট সকাল থেকে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানমুখী সড়কগুলোতে যানচলাচল সীমিত থাকবে। এসব এলাকার পরিবর্তে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
একযোগে রাজনৈতিক কর্মসূচি, চাকরিজীবীদের ব্যস্ততা ও চলমান এইচএসসি পরীক্ষার চাপ মিলিয়ে ঢাকার সড়ক ব্যবস্থায় কার্যত অচলাবস্থার সৃষ্টি হয়।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
৫ আগস্ট সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা
হাসিনা পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার: অ্যাটর্নি জেনারেল
শাহবাগে সমাবেশস্থলে ছাত্রদলের নেতা–কর্মীরা, চলছে স্লোগান