বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্রনেতা নাদিমুল হক এলেম হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সারোয়ার উদ্দিন আহমেদ মিঠুকে গ্রেপ্তার করেছে সিআইডি।
গ্রেপ্তারকৃত মিঠু গেন্ডারিয়ায় নারিন্দা রোডের মৃত আব্দুল মোতালেব সর্দারের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর ৪৩নং ওয়ার্ড সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
এ বিষয়ে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিআইডির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (০১ আগস্ট) নারিন্দা রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজের মোড় সংলগ্ন পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ও শেখ বোরহান উদ্দিন কলেজের সাবেক শিক্ষার্থী নাদিমুল হক এলেম। ঘটনার পর নিহতের মা ইসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ মোট ৮৯ জনকে এজাহারনামীয় আসামি করে সূত্রাপুর থানায় একটি হত্যামামলা দায়ের করেন। একই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. শামসুল আলম আরেফিন সূত্রাপুর থানায় (ডিএমপি) মামলা নং-০৩, তারিখ- ২৪/০৮/২০২৪, ধারা- ৩৪/১০৯/১৪৯/৩০২ পেনাল কোড রুজু করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ঘটনাটির তদন্ত কার্যক্রম সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ পরিচালনা করছে। গ্রেপ্তারকৃত সারোয়ার উদ্দিন আহমেদ মিঠুকে রিমান্ডের আবেদনসহ আদালতে উপস্থাপন ও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
এনএনবাংলা/
আরও পড়ুন
বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা বুলবুলের
শেখ হাসিনা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন: জবানবন্দিতে আইজিপি মামুন
আমাদের যেটা প্রাপ্য, সেটা ঘুষ দিয়ে পেতে হয়: তাসনিম জারা