চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এসময় কিছু উদ্ধার বা কাউকে আটক করা হয়নি।
সোমবার রাত ১২টা থেকে ২টা পর্যন্ত প্রক্টরিয়াল বডি ও পুলিশ বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ও শাহ আমানত হলে এ তল্লাশি চালায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাতে আমরা দুটি হলে তল্লাশি চালিয়েছি। হলে বহিরাগত বা অবৈধ কেউ থাকছে কি না বা অস্ত্র রেখেছে কি না, তা সন্ধানে তল্লাশি চালানো হয়েছে। তেমন কিছু পাওয়া যায়নি।
প্রক্টরিয়াল টিম ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় দুই হলে একসঙ্গে তল্লাশি চালানো হয় বলে তিনি জানান।
এর আগে ল সোমবার দুপুরে বিবাদমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-গ্রুপ সিএফসি ও সিক্সটি নাইনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তাসহ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী আহত হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই: বিএনপি
নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন তারেক রহমান
হাসিনা-টিউলিপসহ ৭ জনের ব্যাংক হিসাব তলব