আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গাজীপুরে নিহত জয়পুরহাটের আক্কেলপুরের শহীদ মিনহাজুল ইসলামের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপহার দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে আক্কেলপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম , বৈষম্য বিরোধী আন্দোলনের আক্কেলপুরের ছাত্র নেতা মাহফুজ আহম্মেদকে সাথে নিয়ে শহীদ মিনহাজুলের বাড়িতে গিয়ে ঈদ উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় এবং শহীদ মিনহাজুলের অসুস্থ্য মায়ের শারিরীক অবস্থার খোঁজ নেন।
শহীদ মিনহাজুলের মামা মিলন হোসেন বলেন, আমার ভাগিনা তার অসুস্থ্য মায়ের চিকিৎসার টাকা উপার্জনের জন্য গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতো। আন্দোলন চলাকালীন সময়ে সেখানেই গুলিতে সে নিহত হয়। এরপর থেকেই উপজেলা প্রশাসন বিভিন্ন সময়ে তার মায়ের শারিরীক অবস্থ্যার খোঁজ খবর নিয়েছেন এবং বিভিন্ন সহায়তা দিয়েছেন। আজও ঈদ উপহার নিয়ে তাঁর মাকে দেখতে এসেছেন। আমি আমার ভাগিনার হত্যাকারী পলাতক সৈরাচারী সরকারের বিচার চাই।
উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, জুলাই আগস্ট বিপ্লবের শহীদ মিনহাজুল ইসলামের বাড়িতে তাঁর মাকে দেখতে এসেছি এবং আসন্ন ঈদ উপলক্ষে তার পরিবারের জন্য কিছু ঈদ উপহার সামগ্রী উপজেলা প্রশসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে।
আরও পড়ুন
জেলেদের চাল আত্মসাত: অভিযোগের তীর ইউপি প্রশাসক ও দুই বিএনপি নেতার বিরুদ্ধে
শ্রীমঙ্গল-কমলগঞ্জের সাংবাদিকদের সম্মানে হাজী সেলিম ফাউন্ডেশন এর ইফতার মাহফিল ও মতবিনিময়
ঈদকে সামনে রেখে সুন্দরবনে বাড়তি নিরাপত্তা, বনজ সম্পদ রক্ষায় কর্মকর্তাদের ছুটি বাতিল