অনলাইন ডেস্ক :
কাতার বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার শেষ দিনে আগে ঘোষিত দলে কিছুটা পরিবর্তন এনেছে ফ্রান্স। ডাক পেয়েছেন বরুশিয়া মনশেনগ্লাডবাখের স্ট্রাইকার মার্কাস থুরাম ও মোনাকো ডিফেন্ডার আক্সেল দিসাসি। হ্যামস্ট্রিং চোটে কাতার বিশ্বকাপের দল থেকে ছিটকে গেছেন পিএসজি ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বে। ফরাসি ফুটবল ফেডারেশন সোমবার তাদের বৈশ্বিক আসরের দলে এই দুজনের অন্তর্ভুক্তির বিষয়টি জানিয়েছে। এবারের বিশ্বকাপে চূড়ান্ত স্কোয়াডে ২৬ জন খেলোয়াড় রাখার সুযোগ থাকলেও গত বুধবার দিদিয়ে দেশম দল দিয়েছিলেন ২৫ জনের। স্কোয়াডের ২৬তম সদস্য হিসেবে ডাক পেলেন থুরাম। আর দিসাসি দলে এসেছেন পিএসজি ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বের জায়গায়। বিশ্ব সেরার মুকুট ধরে রাখার মিশনে ‘ডি’ গ্রুপে খেলবে ফ্রান্স। তাদের তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনিসিয়া। আগামী ২৩ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
ফ্রান্স দল: গোলরক্ষক: উগো লরিস (টটেনহ্যাম হটম্পার), আলফুঁস আরিওলা (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), স্তিভ মাঁদাঁদা (রেন)
ডিফেন্ডার: লুকা এরনঁদেজ (বায়ার্ন মিউনিখ), থিও এরনঁদেজ (এসি মিলান), আক্সেল দিসাসি (মোনাকো), জুল কুন্দে (বার্সেলোনা), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল), বাঁজামাঁ পাভার্দ (বায়ার্ন মিউনিখ), উইলিয়াম সালিবা (আর্সেনাল, দায়দ উপেমেকানো (বায়ার্ন মিউনিখ), রাফায়েল ভারানে (ম্যানচেস্টার ইউনাইটেড)
মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), ইউসুফ ফোফানা (মোনাকো), মাতেও গেনদুজি (অলিম্পিক মার্সেই), আদ্রিওঁ রাবিও (ইউভেন্তুস), অহেলিয়া চুয়ামেনি (রিয়াল মাদ্রিদ), জরদাঁ ভেরেতু (অলিম্পিক মার্সেই)
ফরোয়ার্ড: করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ), কিংসলে কোমান (বায়ার্ন মিউনিখ), উসমান দেম্বেলে (বার্সেলোনা), অলিভিয়ে জিরুদ (এসি মিলান), অঁতোয়ান গ্রিজমান (আতলেতিকো মাদ্রিদ), কিলিয়ান এমবাপে (পিএসজি), ত্রিস্তোফা এনকুনকু (লাইপজিগ), মার্কাস থুরাম (বরুশিয়া মনশেনগ্লাডবাখ)
আরও পড়ুন
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি
সাকিব-হেলসসহ যে তারকারা পিএসএলে অবিক্রিত