জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন নিজকল্পা এলাকায় ক্রেতা সেজে অভিনব কায়দায় ফুডপান্ডা ডেলিভারী ম্যানের সর্বস্ব ছিনতাই চক্রের মুল হোতাসহ ২জন আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ।
গত ৫ই মার্চ আব্দুল্লাহ আল-হাসান নয়ন নামে একজন ভুক্তভোগি র্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি অভিনব কায়দায় ছিনতাইয়ের শিকার উল্লেখ করেন। ক্রেতা সেজে ফুডপান্ডা ডেলিভারী ম্যানের সর্বস¦ ছিনতাই করে তারা। এই অভিনব ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার পরই মাঠে নামে র্যাব-১৪, সিপিএসসির একটি আভিযানিক দল। পরবর্তীতে গতকাল রাতভর অভিযান করে র্যাব-১৪ এর দলটি ছিনতাই চক্রের মূল হোতাসহ দুইজন সদস্য, ছিনতাইয়ে ব্যবহৃত চাকু এবং ছিনাতাইকৃত মোবাইল উদ্ধার করে। এই অপরাধগুলি সমূলে উৎপাটন এবং অংকুরে বিনষ্ট করতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বদ্ধপরিকর। এব্যাপারে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী
৭২ ঘন্টার মধ্যে হত্যা মামলার আসামী গ্রেফতার
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ