December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 26th, 2024, 5:55 pm

‘ছেলেদের চেয়ে নারী দলে লেগ স্পিনার বেশি’

নিজস্ব প্রতিবেদক:
দেশের পুরুষ জাতীয় ক্রিকেট দলের লম্বা সময় ধরে শূন্যতা ছিল লেগ স্পিনার বোলারের। যদিও এক সময় বাংলাদেশ দলে লেগ স্পিন অলরাউন্ডার হিসেবে সুনাম কুড়িয়েছিলেন অলক কাপালি। ব্যাটে-বলে তিনি দলের হয়ে কার্যত ভূমিকা রাখতেন প্রায় প্রতি ম্যাচেই। তবে তার পর একে একে আমিনুল ইসলাম বিপ্লব, জুবায়ের হোসেন লিখনরা এলেও লেগ স্পিনের যে ভূমিকা তা রাখতে পারেনি দলে। যে লেগ স্পিনার নিয়ে বাংলাদেশের এতদিনের হাহাকার ছিল, রিশাদ হোসেন সেই অপূর্ণতা ঘোচানোর চেষ্টা করছেন।

জুনে ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নিয়েছেন রিশাদ। যা টি-টুয়েন্টি বিশ্বকাপের এক আসরে বাংলাদেশের কোনো ক্রিকেটারের সর্বোচ্চ উইকেট। পুরুষ ক্রিকেটে যেখানে লেগ স্পিনার নিয়ে এত হাহাকার সেদিকে নারী দলে লেগ স্পিনারের অভাব নেই। নারী দলে রয়েছে একাধিক লেগস্পিনার। রুমানা খাতুন, ফাহিমা আক্তার, স্বর্ণা আক্তার, রাবেয়া খানরা লেগ স্পিনে নিয়মিত ভেলকি দেখিয়ে চলেছেন।

গতকাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের মিডিয়া ভবনের সামনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে ফাহিমা বলেন, ‘রিশাদ হোসেনের অল্প সময়ের মধ্যে বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখতে পেরেছি। আমি মনে করি, বাংলাদেশের ছেলেদের দলের চেয়েও নারী দলে বেশি লেগ স্পিনার দেখা যায়। তো প্রথম থেকেই আমি ব্যক্তিগতভাবে রশিদ খান ও শেন ওয়ার্নের খুব বেশি ভক্ত। আমাদের যে লেগ স্পিন গ্রুপ আছে, আমাদের যে কন্ডিশন, সেক্ষেত্রে আমার চাওয়া লেগ স্পিন গ্রুপটা সামনে নেতৃত্ব দেবে।’

এর আগে গতপরশু অনুশীলনের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই জিততে চায় তারা। সোমবার ফাহিমার মুখেও ছিল একই চাওয়ার কথা। তিনি বলেন, ‘আমরা খুব ভালোভাবেই জানি যে বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য বেশ কিছু পয়েন্ট লাগবে, তো সেটা মাথায় রেখেই এই সিরিজটাকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখছি এবং ব্যক্তিগত ভাবে আমি মনে করি সবাই খুব মনোযোগী এই ম্যাচগুলো নিয়ে। সিরিজে লক্ষ্য একটাই সব ম্যাচ জিতে এক সঙ্গে ছয় পয়েন্ট নিতে চাই।’

যদিও চলতি বছর পারফরম্যান্সে খানিকটা ছন্দপতন দেখা যাচ্ছে নারী দলে। সবশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপেও তিন ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়ে জিতেছে মাত্র একটি ম্যাচে। তবে তারা আত্মবিশ্বাসী আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো কিছু করার জন্য এ নিয়ে ফাহিমা বলেন, ‘বিশ্বকাপে (টি-টুয়েন্টি) যখন প্রথম ম্যাচে জিতেছিলাম (স্কটল্যান্ড) আমাদের আশা অনেক বেড়ে গিয়েছিলো এবং আমাদের ভালো করার… পরে আমরা ইংল্যান্ডের বিপক্ষেও অনেক ভালো করেছি ভালো ক্রিকেট খেলেছি তো সেই ক্ষেত্রে আমাদের আরেকটি ম্যাচ জেতার সম্ভাবনা ছিল। সেখান থেকে আমি বলব যে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে এই সিরিজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছি এছাড়া দল হিসেবেও আমরা ভালো প্রস্তুতি নিয়েছি।’