August 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 24th, 2025, 5:23 pm

‘ছেলেরা ইসলামিক পড়াশোনা করছে, ওদের মা-বাবা সিনেমা করবে এটা ভাল লাগবে না’

 

ঢাকাই সিনেমার নায়ক ও প্রযোজক অনন্ত জলিল চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন।

কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, তার ছেলেরা ইসলামী শিক্ষায় মনোনিবেশ করেছে। তাই বাবার চলচ্চিত্রে কাজ করা বা মায়ের অভিনয় চালিয়ে যাওয়া তাদের ভালো লাগবে না বলে মনে করছেন এই অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেন, ‘আমার হাতে এখনো কিছু সিনেমার কাজ বাকি আছে। সেগুলো শেষ করার পর হয়তো চলচ্চিত্র ছেড়ে দেব। কারণ আমার দুই ছেলে ইসলামিক পড়াশোনায় মনোযোগী। ওদের বাবা-মা যদি সিনেমা চালিয়ে যায়, সেটা ওদের কাছে ভালো দেখাবে না।’

তিনি জানান, বড় ছেলে ইতোমধ্যেই ৮ পারা কোরআনের হাফেজ হয়েছে। ছোট ছেলেও কোরআন রিডিং শেষ করে দ্বিতীয়বার শুরু করেছে। বড় ছেলের বয়স সাড়ে ১০ বছর আর ছোটটির সাড়ে ৭ বছর। ‘বর্ষা যখন প্রথমবার প্রেগন্যান্ট হয়, তখনই আমরা নিয়ত করি আমাদের সন্তানকে মুফতি বানাবো। চাই ওরা একসময় মদিনায় পড়াশোনা করুক।’

বর্তমানে ছেলেরা মানারাতে পড়াশোনা করছে। অনন্তের ভাষায়, ‘মানারাতে ইংলিশ মিডিয়ামের পাশাপাশি ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। জোহরের নামাজের পরই ছুটি দেয়। বাসায় ফেরার পর টিচার পড়ায়, এরপর ওরা মাদ্রাসায় যায়। বলতে পারেন, ওরা আমাদের চেয়েও বেশি ব্যস্ত।’

স্ত্রী বর্ষার চলচ্চিত্র ছাড়ার প্রসঙ্গেও অনন্ত জানান, ‘যেহেতু ওরা ইসলামিক আর জেনারেল—দুই দিকেই পড়াশোনা করছে, তখন ওদের কাছে ভালো লাগবে না যদি ওর মা সিনেমায় থাকে। আমিও চাইবো না, আমার সন্তানরা ইসলামী শিক্ষায় এগোবে আর আমি সিনেমা করে যাবো। তাই মনে হয় এই লাইন থেকে সরে দাঁড়ানোই ভালো হবে।’

এদিকে, অনন্ত জলিল জানান, তার অভিনীত ‘নেত্রী দ্য লিডার’ সিনেমার কাজ প্রায় ৭০ ভাগ শেষ হয়েছে। খুব শিগগিরই ছবিটির কাজ শেষ করে মুক্তি দেওয়া হবে।

এনএনবাংলা/