January 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 11th, 2023, 8:13 pm

ছেলের সঙ্গে ড্র করে অপরাজিত চ্যাম্পিয়ন জিয়া

অনলাইন ডেস্ক :

ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবায় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। শেষ রাউন্ডে ছেলে তাহসিন তাজওয়ারের সঙ্গে ড্র করে ৯ খেলায় ৮ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার। একই পয়েন্ট পেয়ে ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ রানার-আপ হয়েছেন। গ্র্যান্ডমাস্টার জিয়া ও ফিদে মাস্টার জাভেদের অর্জিত পয়েন্ট সমান হওয়ায় টাইব্রেকিংয়ে গ্র্যান্ড মাস্টার জিয়া চ্যাম্পিয়ন ও ফিদে মাস্টার জাভেদ রানার-আপ হন। সাত পয়েন্ট করে অর্জন করেন ৫ জন খেলোয়াড়। টাইব্রেকিং পদ্ধতিতে ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় তৃতীয়, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া চতুর্থ, ক্যান্ডিডেট মাস্টার নাইম হক পঞ্চম, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ষষ্ঠ ও ক্যান্ডিডেট মাস্টার মো. শরীফ হোসেন সপ্তম স্থান লাভ করেন। সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ অষ্টম, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন নবম, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস দশম, জাবেদ আল আজাদ একাদশ, রিয়াসাত-ই-নূর দ্বাদশ ও ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ত্রয়োদশ স্থান অর্জন করেছেন। ছয় পয়েন্ট করে অর্জন করেন ১৮ জন খেলোয়াড়।