অনলাইন ডেস্ক :
দুই বছরে পা রাখলেন সইফ আলি খান ও কারিনা কাপুর খানের ছোট ছেলে জেহ। পরিবার এবং আত্মীয়দের সঙ্গে নিয়েই ছেলের দ্বিতীয় জন্মদিন সেলিব্রেট করলেন এই তারকা দম্পতি। জেহর দুই পিসি সাবা আলি খান এবং সোহা আলি খান ইনস্টাগ্রামে পার্টির অন্দরের ঝলক শেয়ার করেছেন। সাবা এবং সোহার শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, মুম্বাইয়ে বাড়ির পুলের ধারে ছোট ছেলের জন্মদিন পার্টির সমস্ত আয়োজন করেছেন সাইফ-কারিনা। ব্যানার, বেলুন এবং ফেস্টুনে ডেকরেশন করা। কারিশ্মা, কারিনা, সাইফ, কুণাল খেমু থেকে আরও অনেকে পার্টির অন্দরে চুটিয়ে উপভোগ করছেন। মায়ের কোল থেকেই কেকের উপর মোমবাতিতে ফুঁ দিয়েছে জেহ। এমনই নানা মিষ্টি মুহূর্তের ছবি ভেসে উঠেছে। ছোট ছেলের জন্মদিন পার্টির একাধিক ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন কারিনা। একটি ছবিতে সইফ এবং তৈমুর পুলের কাছে ক্যামেরার জন্য পোজ দিয়েছেন। অভিনেত্রী লিখেছেন, ‘রিনজ (লাল হৃদয় এবং তারা ইমোজি) চমৎকার সেটআপের জন্য আপনাকে ধন্যবাদ’। নেটমাধ্যমে ছেলের দুটি অদেখা ছবি শেয়ার করে জন্মদিনের আদুরে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রী কারিনা কাপুর খান। ছবি দুটি ২০২২ সালে লন্ডনে হনসল মেহেতার শ্যুটিং সেটে তোলা। সেই সময় লন্ডনে সিনেমার শ্যুটিং সারতে গিয়েছিলেন বেবো। ছোট ছেলে জেহকেও সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। ছবিতে দেখা যাচ্ছে, শ্যুটিং সেটে বসে কারিনা। শ্যুটিংয়ে চরম ব্যস্ত অভিনেত্রী। এর ফাঁকে কারিনার কোল ছেড়ে উঠতে নারাজ খুদে জেহ। মায়ের কোল থেকে কেউ এক একজন তাঁকে টেনে তোলার চেষ্টা করলে চিৎকার করে কাঁদছে সে। মায়ের কোলে বসেই ঠোঁট ফুলিয়ে কাঁদতে শুরু করেছে। ছোট ছেলের জন্মদিনে দুটি ছবি শেয়ার করে বেবো লেখেন, ‘আমার কোল ছাড়তে চাইছে না। এই পরিস্থিতি শীঘ্রই উলটে যাবে। তোমাকে আমার পুরো মন থেকে ভালোবাসা। আমার জেহ বাবা! শুভ জন্মদিন বাবু’। কারিনার পোস্টে ভালোবাসা উজাড় করেছেন তাঁর ভক্তরা। পোস্টে খুদে জেহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অমৃতা আরোরা, সোনি রাজদান থেকে শুরু করে বি-টাউনের আরও অনেকে। গত বছর নভেম্বরে হনসল মেহেতার দ্বিতীয় শিডিউলের শ্যুটিং শেষ করতে লন্ডনে উড়ে গিয়েছিলেন কারিনা। সঙ্গে ছোট ছেলে জেহকে নিয়ে গিয়েছিলেন। দিওয়ালির পর পরই শ্যুটিংয়ের জন্য লন্ডন উড়ে গিয়েছিলেন তিনি। জেহ-এর সঙ্গে সেই সময়কার ছবি কারিনার।
আরও পড়ুন
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত