অনলাইন ডেস্ক :
ইন্টার মিলানের ছন্দ পারেননি চেলসিতে টেনে নিতে। রোমেলু লুকাকু তাই ধারে ফিরেন পুরান আঙিনায়। সবশেষ কাতার বিশ্বকাপেও আলো ছড়াতে পারেননি এই বেলজিয়ান। তবে সব কিছু পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে আশাবাদী লুকাকু। ছয় মাসের মধ্যে সেরা ছন্দে ফিরতে চান তিনি। ইন্টার মিলানে দারুণ খেলে চেলসিতে যোগ দিয়েছিলেন রোমেলু লুকাকু। এক মৌসুম পর ধারে আবার খেলছেন ইটালিয়ান ক্লাবটিতে। মেয়াদ শেষেও এই দলটিতেই চালিয়ে যেতে চান এই ফরোয়ার্ড। বেলজিয়ান তারকা আশাবাদী, স্থায়ীভাবেই ইন্টারে থেকে যেতে পারবেন তিনি। ২০২০-২১ মৌসুমে ইন্টারকে সেরি আ জিতিয়ে চেলসিতে পাড়ি জমান লুকাকু। তবে ইংলিশ ক্লাবটিতে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। এরপর ২০২২-২৩ মৌসুমে জন্য ধারে তাকে দলে টানে ইন্টার। তবে চোটের কারণে এই মৌসুমে অধিকাংশ সময় মাঠের বাইরের কাটাতে হয় লুকাকুকে। বিশ্বকাপ বিরতির আগে হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ইন্টারের হয়ে দুই ম্যাচ খেলেন তিনি। এরপর ফের একই চোটের শিকার হন। বিশ্বকাপ দিয়েই মাঠে ফেরেন ২৯ বছর বয়সী এই ফুটবলার। আসরে কোনো গোল করতে পারেননি তিনি। তার দল বেলজিয়ামও বাদ পড়ে যায় গ্রুপ পর্ব থেকে। ক্লাব ও জাতীয় দলের হয়ে কঠিন সময় পেছনে ফেলতে উদগ্রীব লুকাকু। সম্প্রতি স্কাই স্পোর্ট ইতালিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ মেয়াদে ইন্টারে থাকাই তার লক্ষ্য। “আমি কী চাই, তা সবাই জানে। এই মুহূর্তে ইন্টারকে জেতাতে যা যা করা দরকার, আমাকে তা করতে হবে এবং এরপর আমরা চেলসির সঙ্গে কথা বলতে পারি।” “আমি এখানে থাকতে চাই এবং কাজগুলো ঠিকঠাক করতে চাই। আমি আশা করি আগামী ছয় মাসে ইন্টারের হয়ে ভালো করতে পারব, সেরাটা দিতে পারব। তারপর আমরা চেলসির সঙ্গে কথা বলব এবং আমরা একটা সমাধানের আশা করছি।” সেরি আয় ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে লুকাকুর ইন্টার। পরবর্তী ম্যাচে লিগে তাদের প্রতিপক্ষ ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা নাপোলি।
আরও পড়ুন
মেসির দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
জয় দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা