December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 15th, 2024, 10:40 pm

জকিগঞ্জে ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা

 এস এ শফি, সিলেট:
সিলেটের জকিগঞ্জে ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের মাধ্যমিক স্তরের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) উপজেলার মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রথমবারের মত অনুষ্ঠিত এই পরীক্ষায় জকিগঞ্জ-কানাইঘাটের ৬৯টি স্কুল ও ম্যাদ্রাসার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির প্রায় ১১৩৮ শিক্ষার্থী অংশ নেন। আগামী মঙ্গলবার (১৭ ডিসেম্বর) প্রাথমিক স্তরের পরিক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জকিগঞ্জের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে সংগঠনটি।
ট্রাস্টের সচিব ও মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাব্বির আহমদ সাংবাদিকদের জানান, ‘প্রাথমিকভাবে ১০ কোটি টাকা স্থায়ী আমানতের মাধ্যেমে ট্রাস্টের কার্যক্রম শুরু হয়েছে। ট্রাস্টটি জকিগঞ্জে একটি মানসম্মত কলেজ ও টেকনিক্যাল কলেজ স্থাপনে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন- ‘প্রবাসী ফাহিম আল ইসহাক চৌধুরী সবসময় নানা দুর্যোগে গরিব-দুস্থ ও ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করেন।’
সভায় সাংবাদিকদের পাশপাশি ট্রাস্টের সহ-সভাপতি এটিএম সেলিম চৌধুরী, জেলা শিক্ষক সমিতির সভাপতি কুতুব উদ্দিন, জকিগঞ্জের সাধারণ সম্পাদক মহিউদ্দিন হায়দর, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস শহীদ তাপাদার প্রমুখ।