December 30, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 1st, 2021, 7:40 pm

জঙ্গিরা অনলাইনে তৎপর, কড়া নজরদারি রয়েছে র‌্যাব-পুলিশের

নিউজ ডেস্ক :

জঙ্গিরা দেশে বিভিন্ন সময় মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তারা এখন কৌশল বদলে অনলাইনে নিজেদের সংগঠিত করার চেষ্টা করছে। তবে র‌্যাব ও পুলিশের নজরদারির কারণে জঙ্গিরা সক্রিয় হয়ে উঠতে পারছে না। হলি আর্টিসান হামলার পাঁচ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর গুলশান-২ এ পুলিশ কর্মকর্তা মো. সালাহউদ্দিন খান ও মো. রবিউল করিমের ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করতে এসে র‌্যাব মহাপরিচালক ও ডিএমপি কমিশনার এসব কথা বলেন। মো. সালাহউদ্দিন খান ও মো. রবিউল করিম হলি আর্টিসান জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানান, জঙ্গিদমনে র‌্যাবের কার্যক্রম চলমান রয়েছে। জঙ্গিরা অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তবে র‌্যাবের নিয়মিত অভিযান ও নজরদারির কারণে জঙ্গিরা তৎপরতা দেখাতে পারছে না। চলমান লকডাউন নিয়ে প্রশ্ন করা হলে র‌্যাব ডিজি বলেন, লকডাউন বাস্তবায়নে র‌্যাব মাঠে রয়েছে। দেশের অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‌্যাব কাজ করে যাচ্ছে। এদিকে শ্রদ্ধা নিবেদন শেষে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, সারাবিশ্বে জঙ্গিরা এখন অনলাইনে কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের দেশেও অনলাইনে জঙ্গি কার্যক্রম দেখা যায়। তবে অনলাইনে আমাদের কঠোর নজরদারি রয়েছে। লকডাউন নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রজ্ঞাপনে যাদের বের হওয়ার অনুমতি আছে আজ শুধু তারাই বের হচ্ছেন। তবে অনেকের অভ্যাস প্রথম দুইদিন মানার পর আর কেউ নিয়ম মানতে চান না। তবে ডিএমপি মাঠে রয়েছে লকডাউন বাস্তবায়নের জন্য।