November 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 9th, 2025, 7:07 pm

জনগণের বন্ধু হতে হলে এমপি হতে হয় না- সিংড়ায় বিএনপি নতো দাউদার মাহমুদ

নাটোর প্রতিনিধি

নাটোর-৩ (সিংড়া) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দাউদার মাহমুদ বলেন, জনগণের বন্ধু হতে হলে এমপি হতে হয় না। শুধু মনের ভালোবাসা থাকতে হয়।

রোববার(৯ নভেম্বর) দুপুরে সিংড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল জনসভা তিনি এসব কথা বলেন।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী দাউদার মাহমুদ বলেন, ২০১৮ সালে নির্বাচনে ধানের শীষ মনোনয়ন পেয়েছিলাম। সামনে আবারো ধানের শীষ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। হাতের ধানের শীষ থাকবে, না হয় অন্তরে ধানের শীষ থাকবে। আমার নেতা তারেক রহমানের নির্দেশ পালন করতে গিয়ে মার খেয়েছি, হামলা খেয়েছি। তবুও দলের ছাড়িনি, কারো সঙ্গে আপোষ করিনি। দলের যদি মনোনয়ন নাও পাই, জীবনের শেষ দিন পর্যন্ত আপনাতের সঙ্গে থাকবো। আগামী দিনে আমি এমপি হতে না পারলেও আপনাদের পাশে থাকবো।

দাউদার বলেন, একটি নেতার জন্য একটি ধানের শীষ যথেষ্ট নয়, একটি নেতার জন্য এমপি হওয়া যথেষ্ট নয়। আপনাদের মতো লাখো মানুষের ভালোবাসা যথেষ্ট। আমি আপনাদের ভালোবাসার মানুষ হয়ে থাকতে চাই।

বিএনপির এ নেতা আরও বলেন, সারের জন্য আমার কোন কৃষককে আন্দোলন করে মরতে হবে না। সিংড়ার ১২ইউনিয়নের ১২ জন ডিলার রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে একাধিক ডিলার নিয়োগ দেওয়া হবে। প্রত্যক কৃষক যেন তাদের অধিকার পায়। সারের জন্য কোন কৃষককে দুচিন্তা পেতে হবে না।

সিংড়া উপজেলা বিএনপির আহবায়ক ফয়জুল নেছা পুতুল’র সভাপতিত্বে বক্তব্যে রাখেন-সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তাইজুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।