November 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 18th, 2025, 7:16 pm

জনগণ এখন আ’লীগকে গণশত্রু হিসেবে চিহ্নিত করেছে- প্রিন্স

Oplus_16908288

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:

বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে অনেক আগেই। এখন মানবতা বিরোধী কাজের জন্য তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এই রায়ের বিরুদ্ধে আওয়ামী লীগ দেশ বিরোধী নাশকতার পরিকল্পনা করেছে। পলাতক ফ্যাসিস্ট গণহত্যাকারী হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল ।

আজ মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জুগলি ইউনিয়নের ছাতুগাঁও,খলিশাকুড়ি, জুগলী, তালতলা, গামারীতলা, যাদুকুড়া গ্রামে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণসংযোগ ও পথসভা সমূহে তিনি বলেন, দিল্লিতে পলাতক থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে তারা নিজেরাই দিল্লির লাড্ডু খেয়ে পান্তা ভাতে ঘি ঢালার মতো অবস্থায় পড়েছে। জনগণ এখন আওয়ামী লীগকে গণশত্রু হিসেবে চিহ্নিত করে। তাদের রাজনীতির চ্যাপ্টার চিরতরে ক্লোজড।

আধিপত্যবাদী শক্তির দোসর হয়ে তারা বাংলাদেশের পায়ে দাসত্বের বেড়ি পড়াতে চেয়েছিল। গুম-খুন করে প্রতিবাদের ঝড় থামাতে চেয়েছিল তারা। কিন্তু স্বাধীনতা প্রিয় জনগণ নিষ্ঠুর দমন নিপীড়ন উপেক্ষা করে গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই অপচেষ্টা রুখে দিয়েছে।

তিনি আরো বলেন, গুম,খুন, হত্যা, দুর্নীতি, দখল, নির্যাতন, নিপীড়নের সাথে জড়িত আওয়ামী লীগারদের ক্ষমা নাই। কিন্তু নিরীহদের অবশ্যই সুযোগ দিতে হবে। অধিকাংশ নিরীহ আওয়ামী লীগাররা হাইব্রিডদের দ্বারা নিগৃহীত হয়েছে তাদের আমলেই ।

দুর্নীতি, লুটপাট আর দুঃশাসনের মাধ্যমে আওয়ামী লীগ দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। এখন দেশকে নতুন করে গড়ার পালা।

জামায়াতে ইসলামের সমালোচনা করে তিনি বলেন, স্বাধীনতাবিরোধী এই শক্তি আজ নির্বাচন ও গণতন্ত্রবিরোধী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। কোনো রাখ ঢাক না রেখেই তারা নির্বাচনের বিরুদ্ধে কথা বলে জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে ।

জনগণের কল্যাণে তাদের কোনও কর্মসূচি নেই, কর্মসূচি আছে শুধু নির্বাচন বানচাল বা প্রলম্বিত করার।

পথসভায় তিনি আহ্বান জানান, বিএনপিকে দেশ ও জাতি পুনর্গঠনের সুযোগ দিন। বিএনপি আপনাদের উন্নত ও নিরাপদ জীবন যাপনের পরিবেশ দেবে। বেকারত্বকে জাদুঘরে পাঠিয়ে ঘরে ঘরে শান্তি ও সমৃদ্ধির সুবাতাস ছড়িয়ে দেবে।

এসময় হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, বিএনপি নেতা অধ্যাপক মেহেবুবুর রহমান মুকুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ, ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল জলিল, সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, সাবেক আহবায়ক আবুল কাশেম ক্বারী প্রমুখ উপস্থিত ছিলেন।