July 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 25th, 2025, 6:02 pm

জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব) শামীম কামাল আগামী নির্বাচনে শিক্ষিত, সৎ, দেশ প্রেমিক, চরিত্রবান মানুষেরা আমাদের দলের প্রার্থী হবেন

রংপুর ব্যুরোঃ

চোর, ডাকাত, অর্থ পাচারকারী, চাঁদাবাজদের জায়গা হবে নানতুন রাজনৈতিক দল জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব) শামীম কামাল বলেছেন, আগামী নির্বাচনে শিক্ষিত, সৎ, দেশ প্রেমিক, চরিত্রবান মানুষেরা আমাদের দলের প্রার্থী হবেন। কোন ধরনের চোর, ডাকাত, অর্থ পাচারকারী, মামলাবাজ, চাঁদাবাজদের জায়গা আমাদের দলে হবে না। তিনি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জনতার দলের রংপুর বিভাগীয় মতবিনিময় সভায় এসব কথা বলেন।  তিনি বলেন, বর্তমানে অনেকে আমাদের দলের আসতে ইচ্ছাপোষন করেছেন। কিন্তু মামলার ভয়ে তারা প্রকাশ্যে আসতে পারছেন না। রংপুর বিভাগে ১২ থেকে ১৫ জন শক্তি শালী প্রার্থী রয়েছেন, তারা কেউই মঞ্চে আসতে চাচ্ছে না। দেশে এমন পরিস্থিতি তৈরী করা হয়েছে। আমি বলতে চাই, দেশে লেভেল প্লেয়িংফিল্ড তৈরী হয়নি।

জনতার দলের মুখপাত্র ও মূখ্য সমন্বয়ক মেজর (অব) ডেল এইচ খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, দলের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব) মাহবুবুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব) সাব্বির আহমেদ, কর্ণেল (অব) আবুল কালাম মোহাম্মদ জাকি, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আযম খান, যুগ্ম মহাসচিব মেজর (অব) জাকির হোসেন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মেজর (অব) বদরুল আলম সিদ্দিকী প্রমুখ।

শামীম কামাল বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের মত ভঙ্গুর গণতান্ত্রিক দেশে সম্ভব না। এটি সভ্য গণতান্ত্রিক দেশেই শুধু সম্ভব। আমাদের দেশে প্রচলিত পদ্ধতি হলো পাস্ট দ্যা পোস্ট সিস্টেম। জনতার দল মনে করে দেশে চলমান সংসদের জন্য বর্তমান নির্বাচন পদ্ধতি ভাল। তবে দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ হলে পিআর পদ্ধতিতে নির্বাচন ভাল। এটি হলে উচ্চ কক্ষে প্রত্যেক দলের প্রতিনিধি থাকবে।

ব্রিগেডিয়ার শামীম কামাল বলেন, জুলাই বিপ্লব নিয়ে মানুষের গভীর আকাঙ্খা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। সংস্কার, বিচার ও নির্বাচনের এজেন্ডা নিয়ে সরকার যে ঘোষণা দিয়েছিল তা সামাল দিতে পারছে না। খুব ছোট খাটো বিষয় ছাড়া জাতীয় ঐক্যমত কমিশনে বড়বড় রাজনৈতিক দলের মধ্যে কোন মতঐক্য পাওয়া যাচ্ছে না। অপরদিকে বিচার একটি লম্বা প্রক্রিয়া। অল্পসময়ের মধ্যে তা শেষ করা সম্ভব না। কিছু টোকেন হিসেবে বিচার করা গেলে যথেষ্ট। সরকারকে এখন নির্বাচনে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মামলা নিয়ে তিনি বলেন, অভূত্থানের মামলার টার্গেট হচ্ছে রাজনৈতিক দলের ব্যক্তিরা না, টার্গেট হচ্ছেন টাকাওয়ালা লোক। চাঁদাবাজরা যাদের কাছে টাকা আছে, তাদের নামে মামলা দিচ্ছে। একটি দল চাচ্ছে না বর্তমানে কেউ মাথা তুলে দাঁড়াক। # #

আব্দুর রহমান মিন্টু

রংপুর ব্যুরো চীফ