February 25, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 24th, 2025, 5:12 pm

জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে ৫ টায় বিক্ষোভ সমাবেশের ডাক

দেশজুড়ে খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজিসহ সকল সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সংগঠনটির ঢাকা মহানগর শাখা আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় শাহবাগে বিক্ষোভ সমাবেশ করবে।

এদিকে, ঢাকাসহ সারাদেশ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় বিভিন্ন সংগঠন ও প্লাটর্ফম এ নিয়ে কথা বলে আসছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই ইস্যুতে কথা বলছেন নাগরিকরা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন, এই অভিযোগে তার পদত্যাগের দাবি করে গতকাল রোববার মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এরপর সংবাদ সম্মেলন করে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পাচারকৃত অর্থ দিয়ে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে। যারা এসব করছে, তাদের ঘুম হারাম করে দেব।