অনলাইন ডেস্ক :
চলে গেলেন জনপ্রিয় তামিল প্লেব্যাক গায়ক বাম্বা বাক্য। শুক্রবার (২রা সেপ্টেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। ভারতীয় বেশ কিছু সংবাদ মাধ্যম বলছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। তবে সুনির্দিষ্ট ভাবে এখনো কিছু জানা যায়নি। সম্প্রতি ঐশ্বরিয়া রায় বচ্চন অভিনীত মণি রত্নমের ‘পোন্নিয়ান সেলভান পার্ট ১’ এর ‘পোন্নি নাধি’ গানটি গেয়েছিলেন বাম্বা বাক্য। কিন্তু ছবি মুক্তির আগেই প্রয়াত হলেন সংগীত শিল্পী। তার গানের ঝুলিতে আছে ‘পুলিনাঙ্গল’ এবং ‘সিমতাঙ্গারন’-এর মতো একাধিক হিট গান। এ আর রহমানের হাত ধরে সংগীত জগতে পা রাখা তার। রজনীকান্তের ‘২.০’ তে বাক্য প্রথম গান গেয়েছিলেন। একই বছর তিনি বিজয় সরকারের হয়ে এ আর রহমানের জন্য আবার গান করেন। তিনি এ আর রহমানের সার্বক্ষণিক সহযোগী ছিলেন। এ ছাড়া ব্যারিটোনের জন্য বিখ্যাত ছিলেন তিনি। গায়কের অকাল প্রয়াণে শোকের ছায়া মেনে এসেছে বিনোদন জগতে। বাম্বার মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। অভিনেতা শান্তনু ভাগ্যরাজ টুইট করে লিখেছেন, ‘তার কণ্ঠ খুব পছন্দের। অনেক তাড়াতাড়ি চলে গেলেন।’ এছাড়াও গায়ক-সুরকার সন্তোষ ধয়ানিধি লিখেছেন, ‘শান্তিতে থাকুন ভাই, খুব তাড়াতাড়ি চলে গেলেন।’ -হিন্দুস্তান টাইমস
আরও পড়ুন
‘আপনাদের মন বলতে কিছু নেই’
প্রতিবছরই এভাবেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান: তমালিকা
‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী