January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 27th, 2022, 7:58 pm

জন্মদিনে স্বামীর উপহার পেয়ে আপ্লুত মাহি

অনলাইন ডেস্ক :

জন্মদিনে চিত্রনায়িকা মাহিয়া মাহি জানালেন, তিনি একটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন। শুধু তাই নয়, সেখানে দুটি পদও পেয়েছেন। যেন জন্মদিনের উপলক্ষেই তাকে বিশেষ এ ‘উপহার’ দেওয়া হয়েছে। গত বুধবার রাত ১১টা ১৮ মিনিটে ফেসবুকে দুটি কাগজের ছবি পোস্ট করেন মাহি। যেটা মূলত বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অফিসিয়াল প্যাডের পাতা। একটিতে বলা আছে, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে আগামী দুই বছরের জন্য নায়িকাকে দায়িত্ব হয়েছে। অন্যটি বলছে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবেও আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন তিনি। সংস্কৃতির সঙ্গে যুক্ত হলেও আদতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট একটি রাজনৈতিক সংগঠন। জন্মদিনের প্রাক্কালে রাজনৈতিক পদ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে মাহি বললেন, ‘আলহামদুলিল্লাহ’। বিষয়টি নিয়ে মাহির বিস্তারিত মন্তব্যের জন্য কল করা হলে সাড়া পাওয়া যায়নি। বৃহস্পতিবার  (২৭ অক্টোবর)মাহির জন্মদিন। এ উপলক্ষে শুধু রাজনৈতিক পদ নয়, বিশাল সারপ্রাইজও পেয়েছেন তিনি। স্বামী রকিব সরকার তার জন্য জমকালো বার্থডে পার্টির আয়োজন করেন। এ ছাড়া বিশেষ উপহার হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখচ্ছবির একটি ভাস্কর্য দিয়েছেন প্রিয়তমা স্ত্রীকে। যা পেয়ে আপ্লুত নায়িকা। উল্লেখ্য, ১৯৯৩ সালে রাজশাহীতে জন্ম মাহিয়া মাহির। তার আসল নাম শারমিন আক্তার নিপা। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর তাকে একাধিক সফল সিনেমায় দেখা গেছে। সর্বশেষ গত ৭ অক্টোবর তার অভিনীত ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি মুক্তি পেয়েছে।