সিলেট অফিস :
সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নতুন ও পুরাতন শিক্ষার্থীদের নিয়ে জমকালো আয়োজন পালিত হয়েছে কলেজ ডে। নানা আয়োজনের এই অনুষ্ঠানটির উদ্বোধন করেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী। অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ মোঃ নাজমুল ইসলাম, নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সৈয়দ মুসা এম. এ কাইয়ুম, পরিচালক আবু আহমেদ সিদ্দিকি এবং নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিঃ সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, চিকিৎসক, ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্টানের শুরুতে একটি বর্নাঢ্য র্যালি নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের হয়ে চন্ডিপুল চত্তর ঘুরে আবার নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে ফিরে আসে। পরে কলেজ কন্ফারেন্স হলে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, গভর্নিং বডির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী। তিনি বলেন, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল বর্তমানে বাংলাদেশের ৭২টি মেডিকেল কলেজ হাসপাতালের ৫টির মধ্যে ১টি। এই মেডিকেল কলেজ হাসপাতালে রোগী দিন দিন যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে রোগীকে হাসপাতালে বেড দেয়া কষ্ট হচ্ছে। ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ কার্ডিওলজি বিভাগে গত মাসে ১০০টির অধিক এনজিও গ্রাম করা হয়েছে যা একটি মাইল ফলক। নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে প্রাইমারী পি.সি.আই করা হয়ে থাকে। যা রোগী দুই ঘন্টার মধ্যে করতে পারলে হার্টের কোন ক্ষতি হয় না। নর্থ ইষ্ট ক্যান্সার হাসপাতালে প্রতিনিয়তই দিল্লি ও চেন্নাই থেকে বাংলাদেশী রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরবর্তী চিকিৎসার জন্য রেফার করে থাকে। তিনি আরো বলেন, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে আমরা শীগ্রই কিডনী ট্রান্সপ্লান্ট করতে যাচ্ছি। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ মোঃ নাজমুল ইসলাম, উপাধ্যক্ষ্য অধ্যাপক ডাঃ এ.এফ.এম নাজমুল ইসলাম প্রমুখ।
১ নং ফাহিম লেকচার গ্যালারীতে অ পধষষ ভড়ৎ সবসড়ৎু অনুষ্ঠানে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন ও নতুন শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দ তাদের স্মৃতিচারণ তুলে ধরেন। পরবর্তীতে মধ্যহ্ন ভোজের মাধ্যমে ১ম সেশনের সমাপ্তি ঘটে। এছাড়া বিকাল ৫ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও ফায়ার ওয়ার্কের মাধ্যমে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল কলেজ ডে-২০২৫ইং এর সমাপ্তি ঘটে।
আরও পড়ুন
সিলেটের ‘সাদা পাথর’ লুটপাট: সিআইডি অনুসন্ধান শুরু, ৫০ জনের সংশ্লিষ্টতা যাচাই
জয়পুরহাটে রেলের সম্পত্তির উপর গড়ে তোলা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান
জয়পুরহাটে নানা আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন