July 31, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 30th, 2025, 8:28 pm

জয়পুরহাটের সাংবাদিকদের সাথে প্রবাসী ইঞ্জিনিয়ার আমিনুর ইসলামের মতবিনিময় সভা

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জয়পুরহাট-২ আসনে সংসদ সদস্য হিসেবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম (সিআইপি)’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় ওমান প্রবাসী ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম (সিআইপি) বলেন, দীর্ঘ ছাত্র জীবন থেকে বিএনপির রাজনীতির সাথে সম্পর্কিত। আমার বাবা ৭৬-৭৭ সালে গ্রাম সরকার ছিলেন।

সামাজিক কাজের সাথে সামাজিক অবস্থান পরিবর্তনের জন্য স্বাধীনতা থেকে আজ পর্যন্ত সাংবাদিকদের অবদান স্বরণীয় থাকবে। জয়পুরহাট তথা কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরের স্বার্থে জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি যদি আণাকে যোগ্য মনে করে তাহলে এই এলাকার মানুষের সেবা করতে চাই।

মতবিনিময় সভায় তিলকপুর ইউনিয়নের বিএনপি নেতা মোজাফফর হোসেন, নয়ন হোসেন, সোহাগসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

এস এম শফিকুল ইসলাম

জয়পুরহাট।