July 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 9th, 2025, 6:31 pm

জয়পুরহাটে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা, মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধিঃ
আগামী ৫ জুলাই (শনিবার) জয়পুরহাটে আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় কমিটির শতাধিক নেতা। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরহাট প্রেসক্লাবে এক মতবিনিময় সভা আয়োজন করেন জেলা এনসিপির নেতারা।

সভায় বক্তব্য রাখেন জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীর, যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, এনসিপি যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আশরাফুল ইসলাম, জেলা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম কবিরনুরুল হোসেন রনজুজহুরা বেগমঝর্ণা আক্তার প্রমুখ। সভায় প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীর জানান, ৫ জুলাই কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় আবুল কাশেম ময়দানে অনুষ্ঠিতব্য পথসভায় বক্তব্য রাখবেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শামান্তা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা প্রমুখ।পথসভায় জনগণের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বক্তব্য প্রদান করবেন কেন্দ্রীয় নেতারা। ফিরোজ আলমগীর আরও জানান, অবহেলিত জয়পুরহাট জেলার উন্নয়নের স্বার্থে স্থানীয় সমস্যাবলী ও সম্ভাবনাগুলো কেন্দ্রীয় নেতাদের সামনে তুলে ধরা হবে।