October 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 14th, 2025, 5:01 pm

জয়পুরহাটে এনসিপি’র জেলা সমন্বয়কের পদ থেকে ফিরোজ আলমগীরে পদত্যাগ

জয়পুরহাট প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার প্রধান সমন্বয়ক মো. ফিরোজ আলমগীর তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন। রবিবার (১৩ অক্টোবর) জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক/সদস্য সচিব বরাবর এক চিঠিতে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।

চিঠিতে ফিরোজ আলমগীর উল্লেখ করেন,  সাম্প্রতিক সময়ে দলের বিভিন্ন কার্যক্রম, সিদ্ধান্ত ও অবস্থান বিপ্লবের আদর্শের সাথে সাংঘর্ষিক বলে মনে করছি। এছাড়াও চিহ্নিত আওয়ামী নেতা-কর্মীদের দলে নেয়ার বিষয়ে আপনারা যে নীতি পোষন করছেন বা সাপোর্ট করছেন সেটি আমার ব্যক্তিগত আদর্শ ও মূল্যবোধের বিপরীত। যা আমাকে হতাশ করেছে। আশা করেছিলাম একটি বিপ্লব পরবর্তী সময়ে এনসিপি একটি নতুন ধারার রাজনীতি নিয়ে আসবে কিন্তুবর্তমান সময়ে এনসিপি গতানুগতিক রাজনৈতিক নীতি গ্রহন করেছে। যা আমাকে মর্মাহত করেছে।

তিনি পদত্যাগ পত্রে আরও উল্লেখ করেন , “আমি আশা করব, এনসিপি বিগত আন্দোলনে শহীদ পরিবারগুলোর, আহতদের কথা বুঝতে চেষ্টা করবে। তারা কি চেয়েছিল, কেমন দেশ দেখতে চায় তা গুরুত্ব দিয়ে শুনার চেষ্টা করবে। শুধু মাত্র কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী দল পরিচালনার মানসিকতা পরিহার করে আন্দোলনের আহতদের এবং জেলা পর্যায়ের জনমতের পরামর্শ কেন্দ্রীক কাজ করবে।

ফিরোজ আলমগীর তাঁর পদত্যাগ পত্রে  উল্লেখ করেন, বর্তমানে, আমি এনসিপির কর্মকান্ডের সাথে আর সংযুক্ত থাকতে পারছিনা এবং এনসিপির সকল কার্যক্রম থেকে পদত্যাগ করছি।