April 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 10th, 2025, 2:29 pm

জয়পুরহাটে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিলেন ছাত্রদল নেতা

জয়পুরহাট প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় জয়পুরহাটেও শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। ‘উৎপাদনমূখী শিক্ষা ব্যবস্থাই আমাদের মূল লক্ষ্য’ এই স্লোগান নিয়ে জেলায় ৫ শতাধিক এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন শহর ছাত্রদলের আহবায়ক গোলাম মাহফুজ শুভ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থীদের মাঝে তিনি এসব উপকরণ বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক হাসান গালিব কনক, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক নাইম ইসলাম, আমদই ইউনাইটেড কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হৃদয় হাসান, ছাত্রদল নেতা এইচএম আলী, হাবিব হোসেন, আরিফ হোসেন, মোস্তাফিজ রহমান, বকুল হোসেন, আসিফ হোসেন, অন্তর হোসেন, সিয়াম ইসলাম, জুয়েল হোসেন, উৎসব হোসেন, আহসান হাবীব, আরাফাত হোসেনসহ অন্যান্যরা ।

জেলায় এবার ১২ হাজার ৬০৪ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন।