November 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 31st, 2025, 6:27 pm

‘জয়পুরহাটে গবেষণা, উদ্ভাবন ও অংশীদারিত্বে টেকসই খনিজ শিল্প’ বিষয়ক অংশীজন সেমিনার অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধিঃ

ইন্সটিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম), বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর উদ্যোগে জয়পুরহাটে “গবেষণা, উদ্ভাবন ও অংশীদারিত্বে টেকসই খনিজ শিল্প” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট বিসিএসআইআর এর কনফারেন্স রুমে বৃহস্পতিবার বেলা ১১টায়  জয়পুরহাট আইএমএমএম আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন বিসিএসআইআর এর সদস্য (অর্থ) যুগ্মসচিব মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিএসআইআর এর সচিব, উপসচিব মোহাম্মদ সহিদুল হক পাটোয়ারী। জয়পুরহাট আইএমএমএম এর ভারপ্রাপ্ত পরিচালক ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আমিনুর রহমান এর সভাপতিত্বে সুচনা বক্তব্য দেন আইএমএমএম জয়পুরহাট এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. প্রদীপ কুমার বিশ্বাস, শিল্প উদ্যোক্তা আমিনুল বারী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভুতত্ত্ব ও মাইনিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.ইউনুস আহমেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সহকারি অধ্যাপক আন নুর তুষার, রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির সহকারি অধ্যাপক ড. মোঃ রাহাত আল হাসান। মুল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিএসআইআর জয়পুরহাট এর প্রকৌশলী ড.খায়রুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট, এভারলাস্ট মিনারেলস, বড়পুকুরিয়া কয়লা খনি ও মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি-এর প্রতিনিধি বৃন্দ, স্থানীয় বিশিষ্ট শিল্পপতিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,  প্রতিষ্ঠানটির বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

“গবেষণা, উদ্ভাবন ও অংশীদারিত্বে টেকসই খনিজ শিল্প” শীর্ষক কর্মশালার মূল লক্ষ্য ইন্সটিটিউটের গবেষণালব্ধ ও উদ্ভাবিত পণ্যের ভিত্তিতে দেশে শিল্প-কারখানা স্থাপনে শিল্প উদ্যোক্তাদের মাঝে পণ্যের গুনগত মান তুলে ধরা, শিল্প-কারখানা স্থাপনে দেশীয় প্রযুক্তি ও কাঁচামাল হস্তান্তর ও কারিগরি সহায়তা প্রদান করা,  খনিজ সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে আধুনিক বাংলাদেশ গঠনে সহায়তা প্রদান করা মুল লক্ষ্য বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটি।

প্রধান অতিথি স্থানীয়দের চাহিদামত প্রকল্পের মাধ্যমে নতুন ল্যাব প্রতিষ্ঠা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ করে দেয়ার আশ্বাস দেন।