July 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 9th, 2025, 6:30 pm

জয়পুরহাটে ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন পরীক্ষা উপকরণ বিতরণকালে উপাধ্যক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ

 

 

জয়পুরহাট প্রতিনিধিঃ 
এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণকালে ছাত্রদলের নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে জয়পুরহাটের মঙ্গলবাড়ী ময়েজ মেমোরিয়াল ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান পিনুর বিরুদ্ধে।এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে ছাত্রদলের নেতা-কর্মীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের সভাপতি আরিফ হোসেন ইলিয়াছ, দোগাছী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহান কবির, কলেজ শাখার সিনিয়র সহসভাপতি মিরাজ হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজ আলম এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালমান চৌধুরী প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, উপাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান পিনু ‘একটি ফ্যাসিস্ট রাজনৈতিক গোষ্ঠীর’ ইন্ধনে পরিকল্পিতভাবে ছাত্রদলের উপর হামলা চালিয়েছেন। তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষী শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মোস্তাফিজুর রহমান পিনুর বক্তব্য জানা যায়নি।