জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সম্মেলন পণ্ড হওয়ার ঘটনায় কঠোর ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে জেলা ও কলেজ শাখার সাতজন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বহিষ্কৃত নেতারা হলেন- ছাত্রদলের জয়পুরহাট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহম্মেদ পৃথিবী, যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেন, জয়পুরহাট শহর শাখা ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান ও যুগ্ম আহ্বায়ক সোহরাফ হোসেন ইমন এবং শহীদ জিয়া কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল করিম রাকিব।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন। প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিল আয়োজন করার কথা ছিল। প্রথমে ৫৪৬ জনের একটি ভোটার তালিকা প্রকাশ করা হলেও, কিছু নেতার নাম না থাকায় তা নিয়ে অভিযোগ ওঠে। পরে ৫৫৩ জনের নতুন তালিকা প্রকাশ করা হয়। এ নিয়ে ছাত্রদলের একটি পক্ষ সম্মেলন বয়কটের ডাক দেয় এবং আগের রাতে শহরে মশাল মিছিল বের করে। সম্মেলনের দিন সকালে যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেনের নেতৃত্বে একটি পক্ষ কলেজ এলাকায় অবস্থান নেওয়ায় নির্ধারিত সময়ে সম্মেলন শুরু করা সম্ভব হয়নি। বিকেল সাড়ে ৪টার দিকে আরেক পক্ষ মিছিল নিয়ে কলেজ ফটকের দিকে গেলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এতে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) সহ সাতজন আহত হন। এই ঘটনার পর সম্মেলন স্থগিত করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার বেলা ১১টায় জয়পুরহাট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন সাংবাদিকদের বলেন, গত ১৫ আগস্ট বিকেলে জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিল আয়োজন করা হয়েছিল। সেখানে অনাকাঙ্খিত ঘটনার কারণে কাউন্সিল হয়নি। ওই ঘটনায় ছাত্রদলের ৭ জন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে।
আরও পড়ুন
সিলেটের ৬১৮টি মন্ডপে চলছে দুর্গা পূজার প্রস্তুতি: শুরু ২৮ সেপ্টেম্বর
সোনাইমুড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কা দিলে চালক নিহত ৮ জন আহত
ষড়যন্ত্র করে গণতন্ত্রকে সাময়িকভাবে বাঁধাগ্রস্ত করা যায়, কিন্ত দীর্ঘ মেয়াদের গণতন্ত্রেরই বিজয় হয়